ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নারী উদ্যোক্তার ভিন্ন চিন্তা

নারী উদ্যোক্তার ভিন্ন চিন্তা

আন্নি জামান

নাজমুস সাকিব

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২২ | ১২:০০ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২২ | ০২:৫৩

'একজন মা হিসেবে আমি দেশের প্রচলিত ধারার যে কোনো সুপারশপে গিয়ে দ্বিধার মধ্যে পড়ে যেতাম। এমনও হয়েছে কিছু কেনাকাটা করতে বের হয়েছি, সঙ্গে বাচ্চা আছে, সে ঘুমিয়ে পড়েছে। ফলে কাজ শেষ না করেই বাসায় চলে এসেছি।'

আন্নি জামান একজন গৃহিণী। তিনি ভেবেছেন কেনাকাটা করার সময়টাতে মায়েদের সঙ্গে থাকা শিশুদের জন্য প্রয়োজন একটা জায়গা প্রয়োজন। ইতিবাচক এই চিন্তা থেকেই তিনি নির্ধারণ করেন লক্ষ্য। হাল না ছাড়ার মনোভাব ছিল শুরু থেকেই। পারিবারিকভাবে ব্যবসায়িক বলয়ে বড় হয়েছেন। এগিয়েছেন সব বাধা ডিঙিয়ে। কিন্তু ঠিক এখানেই গৃহিণী থেকে তিনি হয়ে ওঠেন উদ্যোক্তা।

রাজধানীর উত্তরায় আন্নি জামানের উদ্যোগে গড়ে উঠছে দেশের প্রথম কমিউনিটি সুপারশপ- 'দ্য কমিউনিটি ম্যাগাসিন'। এর মাধ্যমে আগামী দু-তিন বছরের মধ্যে দেশেই পাওয়া যাবে প্রথম আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) রিটেলের অভিজ্ঞতা। প্রযুক্তির ক্ষেত্রে যুগান্তকারী যেসব অগ্রগতি হয়েছে, তার মূলে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা; আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বা সংক্ষেপে এআই। যেমন কারও চেহারা চিনে রাখতে পারে এমন সফটওয়্যার, স্বয়ংক্রিয় গাড়ি চালানো।

ছোটবেলা থেকেই কর্মসংস্থান তৈরি ও নিত্যনতুন আইডিয়ার প্রতি তুমুল ঝোঁক ছিল আন্নি জামানের। চতুর্থ শিল্পবিপ্লবের প্রাক্কালে দাঁড়িয়ে তার প্রচেষ্টা 'দ্য কমিউনিটি ম্যাগাসিন'। এটা এমন একটা প্ল্যাটফর্ম, যেখানে শিশুদের সময় কাটানো নিয়ে দুশ্চিন্তা করতে হবে না কোনো অভিভাবকের। প্রবল আত্মবিশ্বাস ও মনোবল সঙ্গী করে চলা আন্নি জামানের এগিয়ে যাওয়াটা তাই এখানেই।

তিনি ভেবেছেন, এমন একটা সুপারশপ থাকা প্রয়োজন, যারা ইতিবাচক পদক্ষেপ নেবে। যেখানে টপ ফ্লোরে থাকবে শিশুদের প্লে জোন, যার সব সুবিধা বিনামূল্যে উপভোগ করবে কমিউনিটি। ফলে নিশ্চিন্তে কেনাকাটা করতে পারবেন তারা। আন্নি জামান বলেন, 'আমরা সরাসরি কৃষক থেকে পণ্য কিনে ভোক্তার নাগালে পৌঁছে দেব। তাই থাকবে না কোনো মধ্যস্বত্বভোগী। এতে উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতুবন্ধ তৈরি হবে। কমিউনিটি যেমন নির্দিষ্ট বিদেশি পণ্য পাবে, আবার দেশের বিভিন্ন জেলার সিগনেচার আইটেমগুলোও থাকবে সেখানে।' আন্নি জামানের স্বপ্ন তাই অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে শিল্পের বিকাশ, প্রশিক্ষিত কর্মী বাহিনী সৃষ্টি ও পরিবেশ সংরক্ষণে অংশীদার হওয়া। শিগগিরই যার মুখোমুখি হতে চলেছেন দ্য কমিউনিটি মাগাসিনের ভোক্তারা।

আরও পড়ুন

×