ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

দাদনের জাল ছিন্ন হউক

দাদনের জাল ছিন্ন হউক

প্রতীকী ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪ | ২৩:১০

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মনিরুজ্জামান গাজী বাচ্চু সুন্দরবনে জীবিকার অন্বেষণে গিয়া গত শুক্রবার যেইভাবে বাঘের হামলায় প্রাণ হারাইয়াছেন, উহা নিঃসন্দেহে মর্মান্তিক। কিন্তু তাঁহার ক্ষত-বিক্ষত লাশ দাফনের পর পরিবারের যে চিত্র উঠিয়া আসিয়াছে, উহার ক্ষতও কম দগদগে নহে। সোমবার সমকালে প্রকাশিত প্রতিবেদনে দেখা যাইতেছে, বিধবা মা, দুই স্ত্রী ও পুত্র-কন্যা মিলিয়া ১০ জনের সংসারের দায়িত্ব ছিল এই বনজীবীর স্কন্ধে। একমাত্র উপার্জনক্ষম সদস্য প্রাণ হারাইবার পর সুন্দরবন হইতে মধু কিংবা মৎস্যসম্পদ আহরণ করিয়া কায়ক্লেশে চলা এই পরিবার কীভাবে দিনাতিপাত করিবে– স্বজনের শোক ছাপাইয়া সেই চিন্তাই প্রবল হইবার কথা ছিল। কিন্তু উহা অপেক্ষা অধিক দুশ্চিন্তার কারণ হইয়া উঠিয়াছে ঋণ ও দাদনের বোঝা। স্থানীয় একটি উন্নয়ন সংস্থা এবং মহাজনের নিকট হইতে গৃহীত লক্ষাধিক টাকা পরিশোধ হইবে কী প্রকারে?   

উক্ত পরিবারের বয়োবৃদ্ধ সদস্য ও বাচ্চুর মাতা জবেদা খাতুন ‘নিয়তির পরিহাস’ লইয়া আক্ষেপ করিতেই পারিতেন। কারণ মাস দুয়েক পূর্বে স্বামী আবুল কাশেমের পর এইবার জ্যেষ্ঠ পুত্র বাচ্চুকেও হারাইতে হইল। কিন্তু আমরা জানি, এহেন পরিস্থিতি নিছক নিয়তি হইতে পারে না। বিশেষত উপকূলীয় অঞ্চলের বনজীবী কিংবা মৎস্যজীবীদিগের উপার্জনের সিংহভাগ কীভাবে আগাম বিক্রয়কৃত শ্রমের অংশ কিংবা দাদনের সুদ হিসাবে হস্তচ্যুত হয়, আমরা জানি। প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র প্রাণীর ভয়, মানবেতর কর্মপরিবেশ উপেক্ষা করিতে সক্ষম হইলেও মহাজনের জাল ছিন্ন করা অনেকের পক্ষে অসম্ভব। অনেক ক্ষেত্রে গৃহীত ঋণের তুলনায় অধিক সুদ পরিশোধ করিয়াও চক্রবৃদ্ধির দুষ্টচক্র হইতে রেহাই মেলে না। ঋণগ্রহীতার আর্থসামাজিক অবস্থান যত দুর্বল হয়, মহাজনের শিকলের বাঁধন তত সবল হয়। বাচ্চুর পরিবারের চিত্র নিমজ্জিত হিমশৈলের দৃশ্যমান চূড়া মাত্র।

আমরা নিশ্চয় প্রত্যাশা করিব, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিগণ বাচ্চুর পরিবারের দিকে সহযোগিতার হস্ত সম্প্রসারণ করিবেন। সংশ্লিষ্ট বেসরকারি উন্নয়ন সংস্থা ও মহাজন যাহাতে পরিবারের ঋণ মওকুফ করিয়া দেয়, সেই ব্যবস্থাও গ্রহণ করিবেন। পরিবারের ভরণপোষণের উপযুক্ত ব্যবস্থাও অনুসন্ধানের দায়িত্ব প্রশাসন ও জনপ্রতিনিধগণ উপেক্ষা করিতে পারেন না। তৎসহিত উপকূলীয় বনজীবী ও মৎস্যজীবী পরিবারগুলি কীভাবে দাদনের জাল ছিন্ন করিতে পারে, সেই বিষয়েও উদ্যোগী হইতে হইবে।

আরও পড়ুন

×