আমি সব কাজেই দেরি করি: সালাহউদ্দিন লাভলু

সালাহউদ্দিন লাভলু
এমদাদুল হক মিলটন
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০ | ০০:৫৮
সালাহউদ্দিন লাভলু। অভিনেতা ও নির্মাতা। সম্প্রতি জাকিউল ইসলাম রিপনের পরিচালনায় 'লেট ম্যান' শিরোনামে নাটকে অভিনয় করেছেন তিনি। বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে-
'লেট ম্যান' নাটকের গল্প কী নিয়ে?
সময়ের কাজ অনেকে সঠিক সময়ে করতে পারেন না। তেমনি এক দেরিতে সবকিছু করা যুবককে ঘিরে নাটকের গল্প আবর্তিত। নাটকে আমাকে লেট ম্যানের ভূমিকায় দেখা যাবে। আমার সব কাজে দেরি হয়। পড়ালেখা, ক্যারিয়ার, প্রেম- সবকিছুতেই দেরি! এ নিয়ে বেশ হতাশায় ভুগতে হয়। এর মধ্যে ফেঁসে যাই খুনের মামলায়। এদিকে বাবা চান আমাকে এলাকার কাউন্সিলর বানাতে। কিন্তু তাতে যে শিক্ষাগত যোগ্যতা লাগে, সেটি নেই আমার। এভাবে গল্প এগিয়ে যায়।
বাস্তবেও কি আপনি এমন স্বভাবের?
আমি একটু খুঁতখুঁতে স্বভাবের [হাসি]। তাই ব্যক্তিজীবনে আমি সব কাজে দেরি করি। স্ট্ক্রিপ্ট নিয়ে ভাবতে ভাবতে সময় চলে যায়। অনেক বেশি সময় নিয়ে সিনেমা নির্মাণ করি। এ রকম অনেক কাজেই দেরি হয়।
বাংলাভিশনে অভিনীত ধারাবাহিক 'জায়গীর মাস্টার' প্রচার হচ্ছে...
অনেক দিন ধরেই এটি প্রচার হচ্ছে। তবে জায়গীর মাস্টারকে ভিন্নভাবে পর্দায় দেখাতে চেয়েছেন নির্মাতা। জায়গীর মাস্টার ছাত্রীর সঙ্গে প্রেম করবে। তা দেখানো হয়নি। তাকে দেখানো হয়েছে পরিবারের একজন সদস্য হিসেবে, যে সুখে-দুঃখে সবার সঙ্গে জড়িয়ে আছে বাড়ির ছেলের মতো। এই নাটকে জীবনের কথা বলা হয়েছে। অনেক দিন হলো নাটকটির শুটিং করিনি।
ডিরেক্টরস গিল্ডের কার্যক্রম কেমন চলছে?
সংগঠনের পেছনেই বেশি সময় দিচ্ছি। সভাপতি হিসেবে অনেক কাজ করার ইচ্ছা রয়েছে। ধাপে ধাপে তা শুরু করেছি। নির্মাতাদের সম্মান ও পেশাদারি মর্যাদা ফিরিয়ে আনা জরুরি। পাশাপাশি তাদের স্বার্থ সংরক্ষণ ও পারিশ্রমিকের বিষয়টি ভাবছি। আগামী ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে শৃঙ্খলা ফেরাতে মিডিয়ার ১৪টি সংগঠনের সদস্যদের নিয়ে সমাবেশ করার চিন্তাভাবনা করছি।
মিডিয়ার এই সময়কে কেমন মনে হয়?
টেলিভিশন চ্যানেলগুলোর জন্য সময়টা বেশ প্রতিকূল। বিজ্ঞাপন চলে গেছে দেশের বাইরের চ্যানেলে। উন্মুক্ত আকাশের কারণে সারা পৃথিবীতে ওয়েব সিরিজের জোয়ার বইছে। সেখানে নির্মাতাদের অনেক স্বাধীনতা রয়েছে। যা ভাবছেন-তাই করতে পারছেন। এটা এক ইতিবাচক দিক। কিন্তু অসুবিধার হচ্ছে, এখানে কোনো সেন্সরশিপ নেই। অনেক ওয়েব সিরিজ ড্রয়িংরুমে বসে দেখা মুশকিল। দর্শক চায় পারিবারিক ও সামাজিক মূল্যবোধসম্পন্ন নাটক দেখতে। সেই জায়গাটা নষ্ট হয়েছে অনলাইন মিডিয়ার কারণে।
- বিষয় :
- সালাহউদ্দিন লাভলু
- বিনোদন