যে কারণে কমেছে টিভি ম্যাগাজিন

রাসেল আজাদ বিদ্যুৎ
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২২ | ১২:০০ | আপডেট: ০৮ এপ্রিল ২০২২ | ০০:৫১
দর্শক চাহিদা থাকার পরও টিভি চ্যানেলগুলোয় কমেছে ম্যাগাজিন অনুষ্ঠানের সংখ্যা। এক সময় দর্শক যেসব অনুষ্ঠানের জন্য ঘড়ি ধরে প্রতীক্ষায় প্রহর গুনেছেন, সেসব আয়োজন ফুরিয়ে যাওয়ার পথে।
'যদি কিছু মনে না করেন', 'সপ্তডিঙ্গা', 'চতুরঙ্গ', 'অন্তরালে'র মতো যেসব ম্যাগাজিন অনুষ্ঠান দর্শকের মাঝে যেমন আলোড়ন তুলেছিল, তেমনি টিভি আয়োজনে এনেছিল নতুন মাত্রা। যার ধারাবাহিকতায় 'ইত্যাদি', 'বহুরূপী' থেকে শুরু করে 'শুভেচ্ছা', 'আজকাল', 'পরিবর্তন', 'স্মাইল শো', 'পাঁচফোড়ন'সহ আরও বেশ কিছু অনুষ্ঠান নির্মিত হয়েছে। আর বিটিভি প্রতি ঈদে ধারাবাহিকভাবে প্রচার করেছে 'আনন্দমেলা'। কিন্তু 'ইত্যাদি' ছাড়া অন্য কোনো অনুষ্ঠান সেভাবে দর্শক আলোচনায় থাকে না।
আবার ম্যাগাজিন নামে প্রচার হওয়া অনুষ্ঠান ম্যাগাজিন কিনা- তা নিয়ে চলে নানা বিতর্ক। তারপরও দর্শক যাকে ম্যাগাজিন বলে স্বীকার করছেন, তার সংখ্যাও যে দিন দিন কমছে, তা নজর এড়ায় না। এর কারণ খুঁজতে গেলে বিভিন্ন চ্যানেলের কর্মকর্তারা জানান, ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাণ কমে যাওয়ার মূল কারণ বাজেট সমস্যা। এর পাশাপাশি মেধাবী নির্মাতা, চিত্রনাট্যকার, উপস্থাপক থেকে শুরু করে কৌতুক ও অন্যান্য শিল্পীর অভাবও চোখে পড়ে।
এ কথার সত্যতা স্বীকার করে এনটিভির অনুষ্ঠান প্রধান আলফ্রেড খোকন বলেন, 'অনুষ্ঠান করতে বাজেট সংকট আর মেধাবী নির্মাতার অভাব যেমন আছে, তেমনি চর্চার অভাবও চোখে পড়ে। যখন কেউ দেখছে, বছরে একটি বা দুটি ম্যাগাজিন অনুষ্ঠান হচ্ছে, তখন সেখানে পারফর্ম করার জন্য নিয়মিত চর্চার আগ্রহ হারিয়ে ফেলছে। নতুন শিল্পী কিংবা মেধাবী মানুষদের দর্শকের সামনে তুলে ধরতে ম্যাগাজিন অনুষ্ঠানগুলো অতীতে যে ভূমিকা রেখেছে, সেটাও আর চোখে পড়ে না। 'ইত্যাদি'র মতো ভালো বাজেটে কাজ করার সুযোগ পেলে হয়তো ম্যাগাজিন অনুষ্ঠানের সংকট কিছুটা হলো কমত।'
বাজেট সমস্যা ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাণের বড় অন্তরায় বলে স্বীকার করেন আরটিভির সিইও আশিক রহমান। পাশাপাশি এও বলেন, 'ইত্যাদি' বা 'আনন্দমেলা'র মতো বড় ক্যানভাসের আয়োজন করা বেসরকারি টিভি চ্যানেলের জন্য সত্যি কঠিন। তারপরও আমরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছি। বিভিন্ন দিবস ও উৎসবে ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাণ করছি।
এটাও সত্যি যে সেগুলো 'ইত্যাদি' বা 'আনন্দমেলা'র মতো টাইপ ম্যাগাজিন নয়। নানা রকম বিষয়ের সমাবেশও সেখানে থাকছে না। ছোট পরিসরেই এর কাজ হচ্ছে। প্রতিদিন দর্শকদের সারপ্রাইজ দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে আমাদের কাজ করতে হয়। তাই ছোট ছোট কনটেন্টের দিকেই আমরা ঝুঁকে পড়েছি। ইউটিউব বা অন্যান্য মাধ্যমেও ছোট কনটেন্ট প্রাধান্য পাচ্ছে। তাই টেলিভিশনে বড় পরিসরের আয়োজন করে দর্শক ধরে রাখা সহজ নয়। তাই সময়ের পরিবর্তনে শুধু ম্যাগাজিন নয়, অনেক অনুষ্ঠানেরই ধরন বদলে যাচ্ছে।'
বাংলাভিশন চ্যানেলের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ''ম্যাগাজিন শব্দটা শুনলেই দর্শক 'ইত্যাদি'র সঙ্গে তুলনা করতে বসে যান। আসলে 'ইত্যাদি'র মতো প্রতিযোগিতা করে ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাণ সহজ নয়। একইভাবে হানিফ সংকেতের মতো মেধাবী নির্মাতা, উপস্থাপকও সেভাবে উঠে আসেনি। যে জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাণ করলেও তা নিয়ে আলোচনা খুব কমই হয়েছে। তাই শুধু বাজেট নয়, ভালো চিত্রনাট্য, নির্মাতা, উপস্থাপকও গুরুত্বপূর্ণ। এই সবকিছুর সমন্বয়েই ম্যাগাজিনের সংকট কাটানো সম্ভব।'
- বিষয় :
- ম্যাগাজিন অনুষ্ঠান
- ইত্যাদি
- সপ্তডিঙ্গা