ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

'দেশি সিনেমার স্বকীয়তা তৈরি হচ্ছে'

'দেশি সিনেমার স্বকীয়তা তৈরি হচ্ছে'

গিয়াস উদ্দিন সেলিম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২০ | ২২:৩৯ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২০ | ০০:৫২

গিয়াস উদ্দিন সেলিম। নির্মাতা। আসছে ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে তার নির্মিত ওয়েব সিরিজ 'থ্রি কেসেস'। এ ছাড়া পরিচালনা করছেন 'পাপ-পুণ্য' শিরোনামে একটি সিনেমা। এসব প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে-

দুটি চলচ্চিত্রের পর ওয়েব সিরিজ নির্মাণ করলেন। হঠাৎ এমন ভাবনা?

ওয়েব সিরিজ নির্মাণের প্রতি আমার আলাদা আগ্রহ রয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্ম হৈচৈ থেকে যখন 'থ্রি কেসেস' নির্মাণের প্রস্তাব এলো, তখন বিষয়টি ইতিবাচক মনে হয়েছে। ভালোবাসা দিবস উপলক্ষে হৈচৈ-এর প্ল্যাটফর্মে পাঁচ নির্মাতার পাঁচটি ওয়েব সিরিজ প্রকাশ পাবে। প্রতিটির দৈর্ঘ্য ৩০ মিনিট করে। এরই একটি 'থ্রি কেসেস'।

'থ্রি কেসেস' নাম শুনে মনে হচ্ছে এর প্রেক্ষাপট অনেকটা থ্রিলার ঘরানার ...

না, ঠিক থ্রিলার নয়, কিছুটা চমক রাখার জন্য শিরোনামে ভিন্নতা রেখেছি। তবে গল্পের সঙ্গে নামকরণ অবশ্যই প্রাসঙ্গিক। ওয়েব সিরিজের গল্পটি স্যাটায়ার ভঙ্গিতে দর্শককে বলার চেষ্টা করা হয়েছে। এতে নবীন অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন।

প্রধান চরিত্রে নবীন অভিনয়শিল্পী নিয়ে আপনি আগেও কাজ করেছেন। তরুণদের নিয়ে কাজ করা কি আপনার সহজাত?

কিছুটা বলা যেতে পারে। কাউকে সিনেমায় অভিনয়ের জন্য নির্বাচনের আগে চুলচেরা বিশ্নেষণ করি। চরিত্রের সঙ্গে অভিনয়শিল্পীর অবয়ব মেলানোর চেষ্টা করি। সেজন্য সিনেমার প্রি-প্রোডাকশন গুরুত্বপূর্ণ। থ্রি কেসেস নির্মাণের সময়ও ভাবনার পরিবর্তন আসেনি। এতে প্রধান চরিত্রে মিশৌরী ও দীপ অভিনয় করেছেন। নতুন হলেও তারা যথাযথভাবেই চরিত্রের সঙ্গে মিশে যেতে পেরেছেন।

পাপ-পুণ্য সিনেমার কাজ কতদূর এগোল?

এখন পোস্ট প্রোডাকশনের কাজ হচ্ছে। গ্রামবাংলার চিরায়ত রূপ, কুসংস্কার-অন্ধত্ব, ক্ষমতাবান ও নিপীড়িতের দ্বন্দ্ব ও সাম্প্রদায়িকতার ভয়াল রূপ এতে উঠে এসেছে। মূলকথা, মানুষের মৌলিক তাড়না এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

চলতি বছরের সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে আপনার ভাবনার কথা জানতে চাই ...

২০২০ সাল নিয়ে প্রত্যাশী। চলতি বছর ১০ থেকে ১২টি মৌলিক সিনেমা নির্মাণ করা হবে। এমন পরিসংখ্যান বলে দিচ্ছে দেশি সিনেমার স্বকীয়তা তৈরি হচ্ছে। কিছুদিন আগে 'কাঠবিড়ালী' দেখলাম। বছরের শুরুতে এমন ছবি দেখেই মনে হয়েছে, ২০২০ সাল হবে বাংলা সিনেমার নতুনভাবে দ্বার উন্মোচনের বছর। তবে এসব ছবি দর্শকপ্রিয়তা পেলেও এখনই হয়তো ব্যবসা সফল হবে না। কিন্তু এ পরিস্থিতির অচিরেই পরিবর্তন হবে।

আরও পড়ুন

×