ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মা দিবসে মা আর যমজ ছেলেমেয়ের সঙ্গে ছবি পোস্ট প্রীতির

মা দিবসে মা আর যমজ ছেলেমেয়ের সঙ্গে ছবি পোস্ট প্রীতির

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২২ | ০৫:৩৯ | আপডেট: ০৮ মে ২০২২ | ০৫:৫৪

গত বছর নভেম্বরে সারোগেসির মাধ্যমে দুই যমজ সন্তানের মা হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। সামাজিক মাধ্যমে সেই খবর শেয়ার করেছেন আগেই। এবারের মা দিবসটা প্রীতির জন্য একটু ব্যতিক্রম। কারণ ছেলেমেয়েকে নিয়ে প্রথমবারের মতো মা দিবস উদযাপন করছেন তিনি। এ কারণে মা দিবসে শুধু নিজের মা-ই নয়, যমজ ছেলেমেয়ের ছবিও পোস্ট করলেন প্রীতি।

 ছবিতে তার কোলে মেয়ে জিয়া, আর তার মায়ের কোলে ছেলে জয়। ছবির সঙ্গে ওই পোস্টে প্রীতি জানিয়েছেন কীভাবে নিজে মা হওয়ার পর আরও বেশি বুঝতে পেরেছেন মায়ের গুরুত্ব।

গত মাসে আইপিএল খেলা উপলক্ষ্যে নিজ দেশ ভারতে ফিরেছেন প্রীতি।  খেলা বাদ দিলে বেশিরভাগ সময়টাই কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। জয়-জিয়াকে কোলে নিয়ে ছবি শেয়ার করে প্রীতি লিখলেন, ‘আমি কখনও বুঝিনি কেন আমাকে আমার মা এতবার ফোন করে, কেন আমায় নিয়ে এত চিন্তা করে, কেন সারাক্ষণ আমি কোথায় আছি জানতে চায়, যতদিন না আমি নিজে মা হয়েছি। এখন ধীরে ধীরে বুঝতে পারছি'।

প্রীতি আরও লিখেছেন, 'নিজের ব্যাপারে ভাবার আগে এখন বাচ্চাদের কথা আগে চিন্তা করি। বুঝতে পারছি মাতৃত্ব আসলে ঠিক কী! এটা দুর্দান্ত, সুন্দর সঙ্গে একটু ভয়েরও। আশা করছি, আমার সন্তানরা আমার থেকে একটু বেশি সেনসেটিভ হয়ে নিজের মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে, মাকে বুঝবে। তেমনই আমি আর পাঁচটা পায়ের মতোই শিখব কীভাবে বাচ্চাদের আরও ভালোবাসতে হয় এবং ওদের থেকে কোনও প্রত্যাশা রাখতে হয় না। নিজের সেরাটা দেব যাতে ওরা নিজেদের সেরা দিতে পারে এই সমাজকে। বিশ্বের সব মাকে মাদার্স ডে-র শুভেচ্ছা'।

আরও পড়ুন

×