‘গণ্ডি’র প্রচারণায় ঢাকায় আসছেন কলকাতার ফেলুদা

সব্যসাচী চক্রবর্তী
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০ | ০৫:১৮ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২০ | ০৫:২৪
আগামী ৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ফাখরুল আরেফীন খান পরিচালিত দ্বিতীয় ছবি ‘গণ্ডি’। ছবিটিতে ছবিটিতে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ও পশ্চিমবঙ্গের ফেলদুখ্যাত বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। ছবিটির প্রচারণয় ৪ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন সব্যসাচী। সমকাল অনলাইনকে তথ্যটি নিশ্চিত করেছেন গণ্ডির নির্মাতা।
পরিচালক জানান, গণ্ডির প্রচারণার জন্য ৪ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন সব্যসাচী চক্রবর্তী। মুক্তির আগ পর্যন্ত ঢাকায় ছবিটির প্রচারণার জন্য সময় দেবেন তিনি। ৭ ফেব্রুয়ারি হবে ছবিটির প্রিমিয়ার। সেখানেও সুবর্ণা মুস্তাফা ও গণ্ডির অন্যান্য অভিনয়শিল্পীদের সঙ্গে উপস্থিত থাকবেন সব্যসাচী দাদাও।’
অবসরে থাকা দু’জন নারী পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টি কিভাবে নেয় এমন গল্প নিয়েই নির্মিত হয়েছেন ছবি ‘গণ্ডি’। ছবিটি সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে।
ছবিটি নিয়ে সুবর্ণা মুস্তাফা বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি ‘গণ্ডি’ বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে। আপনারা নিকটস্থ প্রেক্ষাগৃহে পরিবার-বন্ধু-স্বজনদের নিয়ে সিনেমাটি দেখবেন। আমার বিশ্বাস এটি আপনাদের খুব ভালো লাগবে। ‘গণ্ডি’ বন্ধুত্বের গল্প। এই গল্প হয়তো আপনার পুরোনো কোনো বন্ধুত্বের কথা মনে করিয়ে দেবে। দেখা হচ্ছে প্রেক্ষাগৃহে।
সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবিটির পোস্টার। পোস্টার প্রসঙ্গে ফাখরুল আরেফীন খান বলেন, একটি সিনেমার আউটলুক হচ্ছে পোস্টার। সিনেমাকে যদি একটা বই হিসেবে বিচার করি, তাহলে পোস্টার হলো তার প্রচ্ছদ। আমরা চেষ্টা করেছি গতানুগতিক ধারার বাইরে ভিন্নভাবে সিনেমাটিকে পোস্টারের মাধ্যমে দর্শকের কাছে তুলে ধরতে। আশা করছি ছবিটি দেখতে দর্শকরা প্রেক্ষাগৃহে আসবেন।
‘গণ্ডি’র আবহ সংগীত করছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংগীতব্যক্তিত্ব দেবজ্যোতি মিশ্র। এতে আরও অভিনয় করেছেন শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পায়েল মুখার্জি প্রমুখ।
শাকিব খানের এসকে বিগ স্ক্রিন থেকে প্রদর্শিত হবে ছবিটি।
- বিষয় :
- গণ্ডি
- সুবর্ণা মুস্তাফা
- সব্যসাচী চক্রবর্তী