ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বিবাহবার্ষিকীতে মা হবার খবর দিলেন কোয়েল

বিবাহবার্ষিকীতে মা হবার খবর দিলেন কোয়েল

ছবি: ইনস্টাগ্রাম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:০৪ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:২৭

বিবাহবার্ষিকীর দিন ভক্তদের মা হওয়ার খবর দিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। শনিবার নিজের ইনস্টাগ্রামে এ সুখবর দেন অভিনেত্রী নিজেই।

ভারতের সংবাদমাধ্যম নিউজএইটিন জানায়, সপ্তম বিবাহবার্ষিকীর দিনে স্বামী নেসপাল সিং রানের সঙ্গে নিজের একটি ছবি দিয়ে তৈরি পোস্টকার্ডের মাধ্যমেই কোয়েল জানালেন তিনি অন্তঃসত্ত্বা।

স্বামীর সঙ্গে একটি সেলফি দিয়ে কোয়েল লিখেছেন, ‘আমার মধ্যে এক নতুন জীবনের হৃৎস্পন্দন শুনতে পাচ্ছি। আমাদের সন্তানের অপেক্ষায় রয়েছি। এই গ্রীষ্মেই সে আসতে চলেছে।’

কোয়েলের ঘোষণার পর সাধারণ দর্শক থেকে শুরু করে তারকাদের থেকে অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসছেন তিনি। প্রথমেই মন্তব্য করেছেন অভিনয়শিল্পী মিমি চক্রবর্তী। এরপরই মন্তব্য জানিয়ে অভিনন্দন জানিয়েছেন নুসরাত, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, জিৎসহ আরও অনেক পরিচিত তারকা।

ভারতের গুণী অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিকের বিয়ে হয় পাঞ্জাবের ছেলে নেসপাল সিং রানের সঙ্গে। ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। 

বিয়ের পর সিনেমা জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়ে সংসারে মন দেন 'পাগলু' খ্যাত এ অভিনেত্রী৷ 

আরও পড়ুন

×