ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

প্রভার 'কাউন্টডাউন'

প্রভার 'কাউন্টডাউন'

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২২ | ১২:০০ | আপডেট: ৩১ মে ২০২২ | ০০:৪১

আজ থেকে আরটিভিতে প্রচার শুরু সাদিয়া জাহান প্রভার অভিনীত নতুন ধারাবাহিক 'কাউন্টডাউন।শাহ মো. নাঈমূল করিমের রচনায় এটি পরিচালনা করেছেন সকাল আহমেদ।

প্রভা বলেন, 'চার বছর আগে এ ধারাবাহিকটিতে অভিনয় করেছি। করপোরেট অফিসের ট্যুরের গল্প নিয়ে এর কাহিনি। দর্শক যে ধরনের গল্পের নাটক দেখতে চান এটি তেমনই। আশা করছি নাটকটি দর্শকের পছন্দ হবে।

আরও অভিনয় করেছেন সজল, তৌসিফ মাহবুব, অর্ষা, ঊর্মিলা, মিশু সাব্বির, সজল প্রমুখ।

আরও পড়ুন

×