ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সুজনের কথায় নচিকেতা গাইলেন যুদ্ধবিরোধী গান

সুজনের কথায় নচিকেতা গাইলেন যুদ্ধবিরোধী গান

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২২ | ০৫:৪৫ | আপডেট: ০৩ জুন ২০২২ | ০৫:৪৬

রাষ্ট্র, সমাজ থেকে শুরু করে বিশ্বের জুড়ে চলা সংঘাত, রাজনৈতিক দলাদলি, মানবতার অবমাননা থেকে শুরু নানা বিষয় নিয়ে গান করেছেন নচিকেতা। এবার তার গানে ওঠে এসেছে যুদ্ধবিরোধী আহ্বান। সম্প্রতি দুই বাংলার জনপ্রিয় এই শিল্পী এদেশের শ্রোতাদের জন্য গেয়েছেন একটি নতুন গান। যার শিরোনাম 'শান্তি আসুক ফিরে'। 

যুদ্ধবিরোধী এই গানের কথা লিখেছেন এনামুল কবির সুজন। সুর ও সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। কিছুদিন আগে কোলকাতার ফিউশন প্রো স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়েছে। এ আয়োজন নিয়ে নচিকেতা বলেন, জয় আমার প্রিয় সংগীত পরিচালকদের একজন। আগেও তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। যার সুবাদে তার গানের প্রতি এক ধরনের ভালো লাগা রয়ে গেছে। বরাবরের মতো এবারের কাজটাও ভালো হয়েছে। আশা করি, নতুন এই গান শুনে শ্রোতারা নিরাশ হবেন না। বাংলাদেশের সবার জন্য রইলো আমার ভালোবাসা।' 

সুরকার জয় শাহরিয়ারের কথায়, 'গানের কথার বিষয়ে নচিকেতা বরাবরই সচেতন। আমিও তাই। এবারের গানটি যুদ্ধবিরোধী গান, শান্তির গান। গানটি এই সময়ের চিত্র যুগ যুগের পর যুগ ধরে রাখবে বলেই আমার বিশ্বাস।' 

গীতিকবি এনামুল কবির সুজন বলেন, 'কবীর সুমনের পর নন্দিত আরেক শিল্পী নচিকেতার জন্য গীতিকথা লেখার সুযোগ হলো। এটা গীতিকবি জীবনের অনন্য প্রাপ্তি বলেই মনে করি। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে যে যুদ্ধ আর আশান্তি দানা বেধেছে, তার প্রতিবাদ জানাতেই এই গান। শিল্পীর দায়বন্ধতা থেকেই আমরা এই গানটি তৈরি করেছি। আমাদের বিশ্বাস, গানটি অনেকে মনে ছাপ ফেলবে।'

রূপকথা প্রোডাকশন্সের প্রযোজনায় গানটি শিগগিরই স্ট্রিমিং প্ল্যাটঠর্ম দোতরায় প্রকাশ পাবে। এছাড়া রূপকথা মিউজিক ইউটিউব চ্যানেল ও অন্যান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অফিশিয়াল অডিও-ভিডিও প্রকাশ করা হবে বলেও এর গীতিকার ও সুরকরা জানান।

আরও পড়ুন

×