হাসপাতালে দীপিকা

আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২২ | ১২:০০
হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেওয়া হয়েছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ূকোনকে। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, হায়দরাবাদে দীপিকা তাঁর নতুন ছবি 'প্রজেক্ট কে'র শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। এমন সময় হঠাৎ তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করতে থাকেন।
শুটিং ফ্লোরে উপস্থিত সদস্যদের জানান, তাঁর অস্বস্তির কথা। বলেন, তাঁর বুক ধড়ফড় করছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। এ কথা শুনে শুটিং ইউনিটের সদস্যরা কোনো রকম ঝুঁকি না নিয়ে তখনই হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর দীপিকা কিছুটা সুস্থ বোধ করেন।
চিকিৎসরা শারীরিক পরীক্ষা করে জানান, বড় কোনো সমস্যা দেখা দেয়নি দীপিকার। তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে আরও জানা গেছে, দীপিকা বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছেন। ইদানীং রক্তচাপজনিত সমস্যাও দেখা গেছে তাঁর। এ ছাড়া বড় কোনো সমস্যা দেখা দেয়নি। যে কারণে শুটিং চালিয়ে যেতে কোনো বাধা নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন।
দীপিকা এখন বৈজয়ন্তী ফিল্মসের 'প্রজেক্ট কে' ছবিতে অভিনয় করছেন। এতে তাঁর বিপরীতে আছেন প্রভাস।
- বিষয় :
- হাসপাতালে দীপিকা
- দীপিকা পাড়ূকোন