পার্টিতে নাচতে তারকারা কে কত পারিশ্রমিক নেন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২২ | ০৩:৪৪ | আপডেট: ১১ জুলাই ২০২২ | ০৩:৪৬
সিনেমায় অভিনয় ছাড়াও বলিউডের এমন অনেক তারকা আছেন যারা জন্মদিনের পার্টি বা ব্যক্তিগত অনুষ্ঠানে নাচ করেন। তারা কোনো পার্টিতে থাকলে সেই অনুষ্ঠানের কদর যেন বহুগুণ বেড়ে যায়। তবে চাইলেও সবাই তাদেরকে অনুষ্ঠানে বলিউড তারকাদের আনতে পারেন না পারিশ্রমিকের কারণে।
বলিউড তারকারা বিভিন্ন পার্টিতে নাচতে কে কত টাকা পারিশ্রমিক নেন তা জানানো হয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে।
শাহরুখ খান : বলিউড বাদশা শাহরুখ খান যে বিভিন্ন বিয়ে, জন্মদিনের পার্টি বা ব্যক্তিগত অনুষ্ঠানে নাচেন এটা কমবেশি সবারই জানা। অনুষ্ঠানে শাহরুখ খান আসা মানে সেই অনুষ্ঠানের মান বহুগণ বেড়ে যাওয়া। বলিউড সূত্রে জানা যায়, এ ধরনের যেকোন অনুষ্ঠানে নাচের জন্য শাহরুখ খান ৩ কোটি রুপি পারিশ্রমিক নেন।
ক্যাটরিনা কাইফ: বলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তাকে প্রায়ই বড় বড় বিয়ের অনুষ্ঠান বা জন্মদিনের পার্টিতে দেখা যায়। তবে অনুষ্ঠানে পা রাখলেই তিনি সাড়ে তিন কোটি রুপি দাবি করেন বলে শোনা যায়।
হৃতিক রোশন : নাচের জন্য বলিউড অভিনেতা হৃতিক রোশরনের আলাদা খ্যাতি রয়েছে। জন্মদিনের সেরা উপহার হতে পারে বলিউডের ‘গ্রিক গড’হৃতিকের নাচ। তবে বিয়ে, জন্মদিনের পার্টি বা যে কোনও ব্যক্তিগত অনুষ্ঠানে নাচতে তিনি প্রায় আড়াই কোটি রুপি টাকা নেন বলে জানা যায়।
সালমান খান : বিয়ে, জন্মদিনের পার্টি বা যে কোনও ব্যক্তিগত অনুষ্ঠানে নাচেন বলিউড তারকা সালখান খানও। তবে এ ধরনের অনুষ্ঠানে নাচের জন্য তিনি প্রায় ২ কোটি রুপি পারিশ্রমিক নেন।
দীপিকা পাড়ুকোন : বলিউডে জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে খুব বেশি ব্যক্তিগত অনুষ্ঠানে দেখা যায়। যদি বা বিশেষ অনুরোধে যান তখন পারিশ্রমিক দাবি করেন ১ কোটি রুপি।
রণবীর সিং : যে কোনও অনুষ্ঠানে সবচেয়ে বেশি নাচতে দেখা যায় রণবীর সিংকে। জন্মদিনের পার্টিতে স্বচ্ছন্দে দেখা যেতে পারে তাকে। তবে তার জন্য গুনতে হবে ১ কোটি রুপি।
অক্ষয় কুমার : বলিউডের ‘খিলাড়ি’অক্ষয় কুমারও হাজির হন বিভিন্ন পার্টিতে। ব্যক্তিগত অনুষ্ঠানে নাচতে যান তিনিও। রে জন্য পারিশ্রমিক নেন আড়াই কোটি রুপি।
রণবীর কাপুর : খুব বেশি না হলেও ব্যক্তিগত অনুষ্ঠানে ডাকলে হাজির হন রণবীর কাপুরও। নাচার জন্য তিনি পারিশ্রমিক নেন ২ কোটি রুপি।
প্রিয়াঙ্কা চোপড়া : বলিউডের মেয়ে হলেও প্রিয়াঙ্কা চোপড়া আন্তর্জাতিক তারকা। নিজ দেশের চেয়ে এখন তিনি যুক্তরাষ্ট্রেই বেশি থাকেন। এ কারণে বিভিন্ন অনুষ্ঠানে ডাক পেলে আগে যতটা সাড়া দিতেন, এখন আর তেমন সুযোগ পান না। তবে ভারতে থাকতে কোনো অনুষ্ঠানে নাচতে হলে তিনি আড়াই কোটি রুপি নিতেন বলে শোনা যায়।
- বিষয় :
- বলিউড তারকা
- পারিশ্রমিক
- পার্টিতে নাচ