ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

দিশা পাটানি নয় শ্রদ্ধাকে ভালো লাগে টাইগার শ্রফের

দিশা পাটানি নয়  শ্রদ্ধাকে ভালো লাগে টাইগার শ্রফের

টাইগার শ্রফ শ্রদ্ধাকে পছন্দ করেন

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২২ | ০১:৩৭ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ | ০১:৪১

বলিউড অভিনেতা টাইগার শ্রফ আর দিশা পাটানি প্রেম করছেন। এ খবর বহুদিন ধরেই চর্চিত বলিউড পাড়ায়। তবে বেশ কিছুদিন হয় তাদের সম্পর্কের ইতি টানার খবরও চর্চা হয়ে আসছে। 

সত্যিই কি তাহলে দিশা পাটানির সম্পর্কে কি ইতি ঘটেছে?  বেশ কয়েক সপ্তাহ ধরে এই  প্রশ্নে সরগরম বলিপাড়া। যদিও নিজেদের সম্পর্কের কথা কখনও প্রকাশ্যে স্বীকার করেননি টাইগার-দিশা কেউই।  সম্পর্কের ইতি টানার খবরের সময়েও  বিমানবন্দরের সামনে, কখনও আবার রেস্তোরাঁয় তাদের একসঙ্গে ফ্রেমবন্দি করেন পাপারাৎজিরা।

সম্প্রতি  করণ জোহরের শো-তে এসে নিজেদের সম্পর্কের বিষয়ে সব জানালেন টাইগার শ্রফ। বললেন, “আমি সিঙ্গল, কোনও সম্পর্কেই নেই। এক জনকে ভাল লাগতো। তবে সে দিশা নয়।”

করণে জোহরের শো এলেই গোপন অনেক কথাই বলে দিয়ে থাকেন বলিউড তারকারা। টাইগারও বললেন অনেক কিছু। সেইসঙ্গে বহুদিন ধরে যাকে ভালো লাগে তার বিষয়েও অকপটে জানালেন। 

টাইগার বলেন, “আমার বহু দিন ধরেই এক জনকে ভাল লাগে। তবে তিনি দিশা নন। তিনি হলেন শ্রদ্ধা কাপুর। আমার ওকে দারুণ লাগে।”

টাইগার আরও যোগ করেন, “স্কুলে পড়াকালীনই ওর প্রতি আমার অদ্ভুত ভাল লাগা তৈরি হয়েছিল। কিন্তু বেশ ভয়ও লাগত। দূর থেকে তাকিয়ে থাকতাম শ্রদ্ধার দিকে।”

‘বাঘি’ ছবিতে টাইগার এবং শ্রদ্ধাকে একসঙ্গে বড় পর্দায় দেখেছেন দর্শক। ‘বাঘি ৩’-এ আবারও তাঁদের একসঙ্গে দেখবে দর্শক।

আরও পড়ুন

×