ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চিত্রনায়িকা মাহিয়া মাহি মা হচ্ছেন

চিত্রনায়িকা মাহিয়া মাহি মা হচ্ছেন

চিত্রনায়িকা মাহিয়া মাহি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২ | ১৩:০৭ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ | ০৫:৫৯

সদ্য মা হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। তার সন্তানের বয়স সবে এক মাস। এরই মধ্যে আরেক নায়িকা মাহিয়া মাহি দিলেন মা হওয়ার খবর। মাহি জানালেন, আগামী বছরের শুরুর দিকে মা হবেন তিনি।

সোমবার রাতে মাহি বলেন, 'অন্যরকম এক অনুভূতির মধ্যে প্রবেশ করতে যাচ্ছি। আমার ভেতরের মানুষটার বয়স এখন সবে দুই মাস। সব কিছু ঠিক থাকলে আরও ছয়-সাত মাস পর সে পৃথিবীতে আসবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।'

মাহি বলেন, 'প্রত্যেকটা নারীর কাছেই মা হওয়ার বিষয়টি স্বর্গীয় এক অনুভূতি, যা এতোকাল শুনেছি, এখন নিজেই মা হচ্ছি। সত্যিই এ অনুভূতি প্রকাশ করার মত না। শুধু বলবো এমন একটা সুখবর সারাজীবনের অপেক্ষা ছিলো আমার।’ 

সিনেমা হলে চলছে মাহির ‘লাইভ’ সিনেমা। গেল বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন মাহিয়া মাহি।

আরও পড়ুন

×