ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

প্রসেনজিৎ বললেন, চল আমরা যেমন করে নাচতাম তেমন করে ছবি তুলি

প্রসেনজিৎ বললেন, চল আমরা যেমন করে নাচতাম তেমন করে ছবি তুলি

প্রসেনজিৎ ও চঞ্চল চৌধুরী

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২ | ০৫:১৭ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২ | ০৫:২৪

টালিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাসায় কলকাতায় ঘুরতে যাওয়া বাংলাদেশের কিছু  একঝাঁক শিল্পী আমন্ত্রণ পেয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, শাহনাজ খুশি, বৃন্দাবন দাস, পরিচালক সৈয়দ শাওকিসহ আরও অনেকেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে তারকারা প্রসেনজিতের সঙ্গে দারুণ মুহুর্ত কাটানোর কথা জানিয়েছেন। আজ জানালেন চঞ্চল চৌধুরীও। প্রসেন জিতের সঙ্গে তার সম্পর্ক বেশ পুরোনো। গৌতম ঘোষের ‘মনের মানুষ’ সিনেমা এক সঙ্গে অভিনয় করেছেন তারা। তখন থেকেই তাদের নিয়মিত যোগাযোগ।

ছবিটির শুটিংয়ের সময় চঞ্চল চৌধুরীর বয়স একটু কমই ছিলো। তাই দেখতে ছোটও মনে হতো। ফলে বাবু বলে আদর করে ডাকতেন প্রসেনজিৎ। সেইসব স্মৃতিচারণ করে অনেক দিন পরই আড্ডা হলে এই দুই অভিনেতার। সঙ্গে ছিলেন ঢাকার একঝাঁক সহকর্মী। 

সোমবার চঞ্চল চৌধুরীর সঙ্গে একটি ছবি পোস্ট করে ফেসবুকে লিখলেন, সবার সংগে ছবি তোলা শেষে আমাকে বললেন, “চল বাবু….’মনের মানুষ’এ আমরা যেমন করে গানের সাথে নাচতাম,সেরকম একটা ছবি তুলি। ইনিই বুম্বাদা….প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

তার আগে প্রসেনজিতের বাড়িতে দারুণ সময় কাটানোর ছবি পোস্ট করে  বিজরী বরকতউল্লাহ লিখেন, ‘একজন শিল্পীর বিনয় তাকে মানুষ হিসেবে অনেক উঁচুতে নিয়ে যায়। সেটি প্রমাণ করেছেন কলকাতার প্রথিতযশা জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (বুম্বাদা)। তার সৌহার্দ্যপূর্ণ ব্যবহার ও বিনয়ে আমরা মুগ্ধ। তিনি রাতের খাবারের আয়োজন করেছিলেন তার বাড়িতে আমাদের জন্য, মানে বাংলাদেশের কিছু শিল্পীদের জন্য।

আরও পড়ুন

×