সুন্দরবনে ছবির চিত্রায়ণ অনেক কঠিন: মনোজ

মনোজ প্রামাণিক
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ০২ অক্টোবর ২০২২ | ২৩:৫৪
মনোজ প্রামাণিক। মডেল ও অভিনেতা। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা 'অপারেশন সুন্দরবন'। দীপঙ্কর দীপন পরিচালিত এ ছবি ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তাঁর সঙ্গে-
'অপারেশন সুন্দরবন' ছবিটি মুক্তি পেয়েছে। দর্শকের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছেন নিশ্চয়ই?
প্রথমবার সিনেমা হলে গিয়ে 'অপারেশন সুন্দরবন' ছবিটি দর্শকদের সঙ্গে দেখেছি। এটি আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। দর্শকদের সঙ্গে দারুই সময় কেটেছে। চিত্রামহল, যমুনা ব্লকবাস্টার, স্টার সিনেপ্লেক্সসহ অনেক হলে গিয়ে দর্শকের প্রতিক্রিয়া পেয়েছি। দর্শক আমাদের ছবিটি পছন্দ করেছেন। সরাসরি প্রতিক্রিয়া পাওয়া অনেক আনন্দের।
'অপারেশন সুন্দরবন' সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে চ্যালেঞ্জ ছিল কেমন?
সুন্দরবনে ছবির চিত্রায়ণ অনেক কঠিন। আমার অভিনীত চরিত্রও একদম প্রান্তিক। সেই চরিত্রকে পোর্ট্রেট করা, প্রান্তিক মানুষের জীবনকে নিজের জীবনের মধ্যে নিয়ে আসা কঠিনই ছিল। ওখানকার মাটি, পানি, জলবায়ু, শ্বাসমূল, মাছের গন্ধ, জাল- সবকিছু আপন করে নিতে হয়েছিল।
সিনেমায় আপনার অভিনীত চরিত্রটি নিয়ে বলুন।
'অপারেশন সুন্দরবন' সিনেমায় আমি অভিনয় করেছি সাজু চরিত্রে; সুন্দরবনের সঙ্গে যার সম্পর্ক গভীর। বাবার সঙ্গে সমুদ্রে সে মাছ ধরতে যায়। তার পর শুরু হয় তার জীবনের উত্থান-পতন। চরিত্রটি করার জন্য যে চিন্তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল; নির্মাতা সেটা সাপোর্ট করেন। তাঁর আইডিয়াও আমার সঙ্গে শেয়ার করেন। ফলে কাজটি করা সহজ হয়েছে। সুন্দরবনে শুটিংয়ের অভিজ্ঞতাও ছিল রেমাঞ্চকর।
আপনার আরও একটি ছবি 'বীরকন্যা প্রীতিলতা'র টিজার প্রকাশ হয়েছে...
বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবন ও বিপ্লব নিয়েই ছবির গল্প। এখানে আমি রামকৃষ্ণ বিশ্বাসের ভূমিকায় অভিনয় করেছি। প্রীতিলতা রামকৃষ্ণ বিশ্বাসের কাছ থেকে বিপ্লবী হওয়ার অনুপ্রেরণা পায়।
আপনার প্রযোজনা প্রতিষ্ঠান মনপাচিত্রের কার্যক্রম কেমন চলছে?
ভালোই। এরই মধ্যে কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছি, যা চলচ্চিত্র উৎসবে গেছে। মনপাচিত্রের নির্মাতারা ছাত্র। তাদের পরীক্ষা ও পড়াশোনার কারণে কার্যক্রম বর্তমানে ধীরগতিতে এগোচ্ছে। তারা পাস করে বেরোলে আবার জোরেশোরে কাজ হবে।
চলচ্চিত্রের এই সময়কে আপনি কীভাবে দেখছেন?
অনেকে চলচ্চিত্রের সংকট দেখছেন। আমি কিন্তু দেখছি এর সম্ভাবনা। ভালো ভালো ছবি একের পর এক আসছে। হলে গিয়ে ছবি দেখার উৎসব লেগেছে। নতুন নতুন নির্মাতা ছবি নির্মাণ করছেন। দেশে-বিদেশে পুরস্কৃতও হচ্ছে তাঁদের ছবি। এ যেন নতুন আশার আলো। আগামীতে আরও সুন্দর সুন্দর সিনেমা তৈরি হবে।
পূজা কীভাবে উদযাপন করার পরিকল্পনা করছেন?
পরিবারের সঙ্গে পূজা উদযাপন করতে নওগাঁ যাব। এবারের পূজা আমার কাছে অন্যভাবে ধরা দিয়েছে। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, গ্রামবাসী অপেক্ষা করছেন আমার জন্য। পূজায় গ্রামের বাড়িতে গিয়ে স্থানীয় সিনেমা হলে 'অপারেশন সুন্দরবন' দেখব। আশা করছি, সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে দারুণ সময় কাটবে।
- বিষয় :
- মনোজ প্রামাণিক
- অপারেশন সুন্দরবন