ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মামুনুর রশীদের জন্মদিনে 'দ্রোহ দাহ স্বপ্নের নাট্য আয়োজন'

মামুনুর রশীদের জন্মদিনে 'দ্রোহ দাহ স্বপ্নের নাট্য আয়োজন'

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৫:৪৬

দেশের সংস্কৃতি অঙ্গনকে যারা সব সময় সামনে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ দেখেছেন, তাদের মধ্যে অন্যতম নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। ২৯ ফেব্রুয়ারি তার জন্মদিন। এ উপলক্ষে শিল্পকলা একাডেমিতে ২৭ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'দ্রোহ দাহ স্বপ্নের নাট্য আয়োজন' শিরোনামের উৎসব। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

আয়োজনের বিস্তারিত তুলে ধরেন আরণ্যক নাট্যদলের সদস্য শাহ আলম দুলাল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পথনাটক পরিষদের সভাপতি, নাট্যকার ও নির্মাতা মান্নান হীরা, আরণ্যক নাট্যদলের সদস্য ঠান্ডু রায়হান, উৎসব উদযাপন কমিটির সদস্য সচিক দিলু মজুমদারসহ অনেকেই। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৩ মার্চ পর্যন্ত ছয় দিনব্যাপী এ উৎসবে মামুনুর রশীদ রচিত পাঁচটি নাটকের মঞ্চায়ন হবে। এ ছাড়া সংগীত, নৃত্য, সেমিনার, প্রদর্শনী, গ্রন্থের মোড়ক উন্মোচন, সংবর্ধনা ও থিয়েটার আড্ডা হবে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় একাডেমির নন্দনমঞ্চে প্রদীপ প্রজ্বালন ও সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হবে। স্ব্বাগত বক্তব্য রাখবেন অধ্যাপক হায়াত মাহমুদ এবং চলচ্চিত্র সমালোচক শমীক বন্দ্যোপাধ্যায়। এদিন থাকছে নৃত্য ও সংগীত পরিবেশনা।

সকাল ১০টায় সেমিনার হলে 'নাট্যচর্চা, সাধ নাকি স্বপ্ন' বিষয়ে থাকবে সেমিনার। মূল বক্তা শমীক বন্দ্যোপাধ্যায়। আর দুপুর সাড়ে ৩টায় 'যেভাবে বেড়ে উঠি' শিরোনামে বক্তব্য দেবেন মামুনুর রশীদ।

এরপর জাতীয় নাট্যশালায় পার্বতীপুরের ইয়াংস্টার থিয়েটার মঞ্চায়ন করবে 'রাষ্ট্র বনাম'। এদিন পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হবে 'রাঢ়াঙ'।

২৯ ফেব্রুয়ারি আরণ্যক নাট্যদলের নতুন প্রযোজনা 'ফেসবুক'-এর উদ্বোধন প্রদর্শনী হবে। ২ মার্চ জাতীয় নাট্যশালায় মঞ্চায়িত হবে 'চে'র সাইকেল'। ৩ মার্চ জাতীয় নাট্যশালায় মামুনুর রশীদের রচনা ও নির্দেশনায় 'সংক্রান্তি' নাটকের প্রদর্শনীর মধ্য দিয়ে উৎসবের শেষ হবে।

আরও পড়ুন

×