ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ভয়ে ১০ বছর সন্তান নেননি, রাম চরণ-উপাসনা এবার বাবা-মা হচ্ছেন

ভয়ে ১০ বছর সন্তান নেননি, রাম চরণ-উপাসনা এবার বাবা-মা হচ্ছেন

রাম চরণ ও উপাসনা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২ | ০৫:১২ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ | ০৫:২৩

ভারতের ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা ভেবেই বিয়ের দশ বছর হলেও কোনো সন্তান নেননি বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন  দক্ষিণী সুপারস্টার রাম চরণের স্ত্রী স্ত্রী উপাসনা। 

সেই রামচরণ ও উপাসনা দম্পতির থেকেই এবার সুখবর এলো। বাবা-মা হচ্ছেন তারা। আর এই সুখবরটি রামচরণের বাবা  আরেক সুপারস্টার চিরঞ্জীব আনুষ্ঠানিকভাবেই জানালেন। 


১২ ডিসেম্বর দুপুরে এক টুইটে চিরঞ্জীভ তার টুইটে লেখনে— ‘শ্রী হনুমান জির আশীর্বাদে আপনাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি, রাম চরণ ও উপাসনা প্রথমবার বাবা-মা হতে যাচ্ছে।’ 

বাবার দেওয়া এই সুখবরের পোস্টটি নিজের ওয়ালে শেয়ার করেছেন রাম চরণ। এরপর  থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন রাম চরণ-উপাসনা দম্পতি।

রাম চরণ বান্ধবী উপাসনা কামিনেনি কোনিদেলারকে বিয়ে করেছিলেন ২০১২ সালে। এই হিসাবে রাম চরণের দাম্পত্য জীবন ১০ বছরের। দাম্পত্য জীবনের ১০ বছর একসঙ্গে কাটালেও এখনও ঘরে নতুন অতিথির আগমন ঘটেনি। এ নিয়ে ভক্তদেরও কৌতূহলের শেষ ছিলো না এতোদিন। এবার সেই কৌতুহলেরই অবসান ঘটল। 

পরিচালক এস শংকরের ‘আরসি১৫’ সিনেমায় অভিনয় করছেন রাম চরণ। গল্পে সিবিআইয়ের প্রাক্তন যুগ্ম পরিচালক ভিভি লক্ষ্মী নায়ণের চরিত্রে দেখা যাবে রাম চরণকে। এতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন কিয়ারা আদভানি। এছাড়াও অভিনয় করছেন শ্রীকান্ত, অঞ্জলি, নবীন চন্দ্র, সুনীল, জয়রাম প্রমুখ। বড় বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন দিল রাজু।


আরও পড়ুন

×