জনপ্রিয়তার শীর্ষে অক্ষয়, এরপরেই শাহরুখ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩ | ১০:৩১ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩ | ১০:৩১
জনপ্রিয়তার দিক দিয়ে শাহরুখ খান, সালমান খান, কার্তিক আরিয়ানদের ছাড়িয়ে গেলেন অক্ষয় কুমার। ২০২২ সালের শীর্ষ দশ জনপ্রিয় বলিউড অভিনেতা হিসেবে তার নাম স্থান পেল শীর্ষে। খবর হিন্দুস্তান টাইমসের
ভারতের মিডিয়া ফার্ম ওর-ম্যাক্সের করা এক জরিপের তথ্য নিয়ে তৈরি করা হয়েছে ডিসেম্বরের সবচেয়ে জনপ্রিয় বলিউড তারকাদের তালিকা। সেই তালিকাতেই শীর্ষে আছেন অক্ষয় কুমার। এরপরেই আছে শাহরুখের নাম।
যদিও ২০২২ সালটা মোটেও ভালো যায়নি অক্ষয়ের। বচ্চন পাণ্ডে, রাম সেতু-র মতো একাধিক ছবি ফ্লপ হয়েছে।
ওর-ম্যাক্সের তালিকায় তিন নম্বরে রয়েছেন সালমান খান। এরপর আছেন হৃতিক রোশন, রণবীর কাপুর, অজয় দেবগন, রণবীর সিং, বরুণ ধাওয়ান, আমির খান ও কার্তিক আরিয়ান।
চলতি বছর অক্ষয়ের বেশ কিছু ছবি মুক্তির তালিকায় রয়েছে। এর মধ্যে সেলফি, ওএমজিটু এবং বড় মিয়া ছোট মিয়া টু উল্লেখযোগ্য।