ভৌতিক গল্পের ওয়েব সিরিজে অর্ষা

নাজিয়া হক অর্ষা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৪ মার্চ ২০২০ | ০০:০১ | আপডেট: ১৪ মার্চ ২০২০ | ০০:০২
ভৌতিক গল্পে ওয়েব সিরিজে অভিনয় করছেন নাজিয়া হক অর্ষা। নাম 'সুন্দরী'। তিন পর্বের এ ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন সিদ্দিক আহমেদ। বর্তমানে এর শুটিং চলছে শ্রীমঙ্গলে।
অর্ষা বলেন, 'ওয়েব সিরিজটির গল্প অসাধারণ। গল্প ও চরিত্র মিলিয়ে আশা করছি ভালো একটি কাজ হবে।'
অর্ষা ছাড়াও এতে অভিনয় করছেন এফএস নাঈম, অপর্ণা ঘোষ, দোয়েল ম্যাশ, আইরিন আফরোজ ও নূর ইমরান।
এ ওয়েব সিরিজের আগে অর্ষা অভিনয় করেছেন 'পুঁথিকর' নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। দেলোয়ার হোসেন দিলের চিত্রনাট্যে পুঁথিসাহিত্য নিয়ে নির্মিত এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অপূর্ব রানা। এতে অর্ষাকে সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। তার বিপরীতে পুথি গবেষকের ভূমিকা অভিনয় করছেন অভিনেতা আনিসুর রহমান মিলন।
অর্ষা আরও বলেন, পুথিসাহিত্য আমাদের ঐতিহ্যের অংশ। এমন একসময় ছিল, যখন ঘরে ঘরে ছিল পুথি। দিনের আলো নিভে গেলেই কুপি জ্বালিয়ে শুরু হতো পুথি পাঠ। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে হারানো ঐতিহ্য পুথি বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা হয়েছে। এমন ভিন্নধর্মী কাজ অনেকের ভালো লাগবে বলেই বিশ্বাস।