শুধু একটি দিন নয়, ভালোবাসা হোক প্রতিদিনময়...

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:৫৪ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:৫৮
একদিকে ঋতুরাজ বসন্তের প্রথম দিন অন্যদিকে বিশ্ব ভালোবাসা দিবস। একদিকে লাল গোলাপ অন্যদিকে হলদে গাদা ফুল মিলে একাকার আজকের দিনে। দিনটিতে শোবিজের তারকারাও পিছিয়ে নেই। কেউ উদযাপন করছেন ফাল্গুন, কেউ ভালোবাসা দিবস।




ভালোবাসা দিবস আর ফাল্গুনের এই দিনে লালা শাড়ি পরিহিত ছবি পোস্ট করে অভিনেত্রী রুনা খান লিখেছেন, কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়..! ভালোবাসা সবাইকে..
- বিষয় :
- ভালোবাসা দিবস
- ফাল্গুন
- বুবলী
- মিম
- রুনা খান