ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

এই সিনেমাটিতে কোনো নায়ক-নায়িকা নেই

এই সিনেমাটিতে কোনো নায়ক-নায়িকা নেই

একা ছবিতে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন ও দীপা খন্দকার

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ০৭:১৬ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ০৭:১৬

'অবশেষে জেনেছি মানুষ একা/ জেনেছি মানুষ তার চিবুকের কাছেও ভীষণ/ অচেনা ও একা!' প্রখ্যাত কবি আবুল হাসানের এই কবিতার মতোই একাকিত্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা 'একা'। ফরিদুর রেজা সাগরের একই নামের গল্প অবলম্বনে এটি পরিচালনা করেছেন বরেণ্য নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী। গত বছরের ডিসেম্বরে সিনেমাটির কাজ শুরু করেন নির্মাতা।

রাজধানীর ধানমন্ডি, কেরানীগঞ্জের কলাতিয়া, রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়িসহ আরও কিছু স্থানে দুই লটে চলে সিনেমার চিত্রায়ণ। গত সপ্তাহে সিনেমার দৃশ্যধারণ শেষ হয়েছে। এই সিনেমায় নন্দিত অভিনেতা আফজাল হোসেনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন দীপা খন্দকার। আফজাল হোসেন বলেন, একা সিনেমায় আমায় দেখা যাবে 'সিন্ধু' 

চরিত্রে। ঘটনাচক্রে একদিন সিন্ধু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তারপরও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তবে তাঁর স্বপ্ন ফানুসের মতো মাটিতে পড়ে যায়। এই চরিত্রে অনেক বাঁক রয়েছে, যা দর্শক পর্দায় দেখতে পারবেন।'

সৈয়দ সালাহউদ্দিন জাকী বলেন, আমি সবসময় ভালো গল্পের কাজ করতে চেয়েছি। এই সিনেমার গল্পও দারুণ। সিনেমার গল্পে দেখানো হয়েছে, মানুষ পৃথিবীতে একা আসে, কিন্তু কখনও একা থাকে না। কেউ না থাকলেও প্রকৃতি তাঁর পাশে থাকে। এই সিনেমায় তথাকথিত নায়ক-নায়িকা নেই। আছে কিছু চরিত্র। শুরুতে সিনেমার নাম ছিল 'অপরাজেয়'। পরে নাম পাল্টে রাখা হয়েছে গল্পের নাম অনুসারে। গল্প, শিল্পীদের অভিনয়- সব মিলিয়ে আশা করছি ভালো কিছু হবে। এতে আরও রয়েছেন তাহমিনা অথৈ ও শিশুশিল্পী ঝিলিক জান্নাত।

আরও পড়ুন

×