ঈদে সালাহউদ্দিন লাভলুর তিন নাটক

‘কার বিয়ে কে করে’ নাটকে সালাহউদ্দিন লাভলু
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুন ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৯ জুন ২০২৩ | ০৪:২২
ঈদ আয়োজনে নির্মাতা এবং অভিনেতা সালাহউদ্দিন লাভলুর নাটক নিয়ে দর্শকদের বেশ আগ্রহ থাকে। তারই ধারাবাহিকতায় আসছে ঈদের জন্য নির্মাতা লাভলু নির্মাণ করেছেন দুটি নাটক– মামুনুর রশীদের রচনায় ‘কাক জোছনা’ ও কাজী শাহেদুল ইসলামের ‘কার বিয়ে কে করে’।
রোববার পুবাইলে শেষ হয়েছে ‘কার বিয়ে কে করে’ নাটকের কাজ। এতে জব্বার চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু। তাঁর বিপরীতে লাইলী চরিত্রে অভিনয় করেছেন মিতিল।
সালাহউদ্দিন লাভলু বলেন, বরাবরের মতো এবারের ঈদেও কাজ করেছি। নিজের পরিচালিত দুই নাটকের মধ্যে একটিতে অভিনয় করেছি। পাশাপাশি সুজিত বিশ্বাসের পরিচালনায় একটি নাটকে অভিনয় করার কথা রয়েছে। ২২ ও ২৩ জুন উত্তরায় নাম চূড়ান্ত না হওয়া নাটকটির দৃশ্যধারণ হবে।
লাভলু জানান, আসছে ঈদে বাংলাভিশনে ‘কার বিয়ে কে করে’ এবং ‘কাক জোছনা’ প্রচার হবে চ্যানেল আইতে।
- বিষয় :
- ঈদ আয়োজন
- সালাহউদ্দিন লাভলু
- নাটক