ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

মারপিটে ডামি নেননি ৬০ বছর বয়সী টম ক্রুজ, সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে সিনেমা

মারপিটে ডামি নেননি ৬০ বছর বয়সী টম ক্রুজ, সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে সিনেমা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৩ | ১৩:৩৬ | আপডেট: ১২ জুলাই ২০২৩ | ১৪:৩১

হলিউডের সিনেমা জগতে বহুল কাঙ্খিত এবং জনপ্রিয় সিনেমা ‘মিশন: ইম্পসিবল’। দুনিয়া মাতানো এই ফ্রাঞ্চাইজির সিনেমা মানেই দুর্নিবার আকর্ষণ। কিছুদিন আগে ট্রেলার প্রকাশের পর  সিনেমাটি নিয়ে যে আলোড়ন তৈরি হয়েছে তাতে বোঝার বাকি নেই কি ঘটতে যাচ্ছে।

এবারের পর্বের নাম ‘মিশন: ইম্পসিবল- ডেড রেকনিং পার্ট ১’। আন্তর্জাতিক মুক্তির দুই দিন পর ১৪ জুলাই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে  এটি।

ফ্রাঞ্চাইজির সপ্তম এই কিস্তিকে বলা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় সিনেমা। আর মিশন ইম্পসিবলের জনপ্রিয়তার সঙ্গে যে নামটি অবিচ্ছেদ্য তিনি এজেন্ট ইথান হান্টের ভূমিকায় টম ক্রুজ।


ক্রিস্টোফার ম্যাককুয়ারি পরিচালিত এই সিনেমায় আরও আছেন হেইলি অ্যাটওয়েল, ভিং রাহমেস, সাইমন পেগ, রেবেকা ফারগুসন প্রমুখ।

ফ্রাঞ্চাইজির আগের ছবিগুলোর মতো এই ছবিতেও ধুন্ধুমার অ্যাকশন দৃশ্য এবং টম ক্রুজের অবিশ্বাস্য সব স্টান্ট রয়েছে।

৬০ বছর বয়সী অভিনেতা টম ক্রুজ প্রায় সমস্ত স্টান্ট ডামির সাহায্য ছাড়া নিজেই করেছেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সিনেমাটির শুটিংয়ের দৃশ্য ছড়িয়ে পড়ে, যা ছবির প্রতি ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন

×