ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মধুমিতাও ছুটলেন বলিউডে, ভাষা নিয়ে টেনশনে!

মধুমিতাও ছুটলেন বলিউডে, ভাষা নিয়ে টেনশনে!

মধুমিতা সরকার

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৩ | ০৯:৪৮ | আপডেট: ১৪ জুলাই ২০২৩ | ১০:১৩

একের পর এক টলিপাড়ার অভিনেতা ঝুঁকেছেন বলিউডের দিকে। কলকাতা থেকে মুম্বাই পাড়ি দিয়েছেন বহু অভিনয়শিল্পী। এবার সেই তালিকায় নাম লেখালেন মধুমিতা সরকার। ‘ফর্জ’ নামে একটি ছবিতে কাজ করতে চলেছেন মধুমিতা।

 সিনেমাটিতে নায়ক তনুজ ভিরওয়ানি। এর আগে ‘ইনসাইড এজ’ ছবিতে কাজ করেছিলেন তনুজ। সানি লিওনের সঙ্গেও একটি ছবিতে কাজ করেছেন। তনুজ হলেন অভিনেত্রী রতি অগ্নিহোত্রীর ছেলে। ‘ফর্জ’ হিন্দি ছবি হলেও পরিচালক বাঙালি। নাম প্রীতম মুখোপাধ্যায়।


মধুমিতা বলেন, ‘ছবিটা আমার কাছে চ্যালেঞ্জিং হবে বলেই মনে হয়েছে। পরিচালক প্রীতম মুখোপাধ্যায় এই ছবিটি হিন্দি হলেও এটার ভাষা বিহারের বা ভোজপুরী টাইপের। তাই ভাষার জন্যই আপাতত নিজেকে তৈরি করছি। কারণ, আমি তো আদপে বাঙালি। ওই ভাষাটা ঠিকভাবে বলতে হবে। তাই একটু টেনশনে রয়েছি বলতে পারেন।’ 

মধুমিতা জানান, ফর্জ একটা কমেডি এবং একটা ইমোশনাল গল্প। ছবিতে আমি একজন সরপঞ্জির মেয়ে। এটা যে ধরনের গল্প, সেটা মাথায় রেখে বিভিন্ন জায়গায় শ্য়ুটিং হবে। বিহার, ঝাড়খণ্ড ও বাংলাতেও ছবির শ্যুট হওয়ার কথা রয়েছে। তবে এর বেশি কিছু এখনই বলতে পারব না।


টলি ইন্ডাস্ট্রির নায়ক-নায়িকাদের অনেকেই বলিউডের দিকে ঝুঁকছেন বর্তমানে। তালিকায় অবশ্য লম্বা। যিশু চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো তাবড় টলিউড অভিনেতারা একের পর এক হিন্দি ছবিতে ছক ভাঙছেন। নায়িকারাও অবশ্য পিছিয়ে নেই। স্বস্তিকা মুখোপাধ্যায়, রাইমা সেন, পাওলি দাম অনেকেই রয়েছেন। খোদ ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্প্রতি দু’টি হিন্দি সিরিজ ‘স্কুপ’, ‘জুবিলি’তে সাড়া ফেলে দিয়েছেন বলিউডে। এবার সেই তালিকাতেই সংযোজন টলিপাড়ার নায়িকা মধুমিতা সরকার।

আরও পড়ুন

×