দেবকে ছেড়ে জিতের সঙ্গে রুক্মিণী

রুক্মিণী মৈত্র ও জিৎ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৩ | ১১:১৯ | আপডেট: ১৯ জুলাই ২০২৩ | ০৮:৩২
প্রথম আটটি ছবির মধ্যে চিত্রনায়ক দেবের সঙ্গেই ছয়টি করেছেন রুক্মিণী। প্রথম সিনেমা ২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমা দিয়ে শুরু। একের পর এক দেব-রুক্মিণী জুটি হওয়ায় গুঞ্জন উঠেছিল এই বুঝি দেবের সঙ্গে ছাদনাতলায় বসতে যাচ্ছেন রুক্মিণী। দেব নয়, এবার জিতের সঙ্গে জুটি বাঁধছেন এই নায়িকা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, একাধারে দেবের সঙ্গে কাজ করার পর এই প্রথমবার জিতের সঙ্গে কাজ করতে চলেছেন রুক্মিণী। সম্প্রতি নতুন সিনেমা ‘বুমেরাং’র শুভ মহরত হয়ে গেল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ছবিও।
জিৎ প্রযোজিত এই ছবিটি পরিচালনা করছেন সৌভিক কুণ্ডু। এই ছবিতে দেখা যাবে দেবচন্দ্রিমাকেও। দেবচন্দ্রিমার বিপরীতে থাকছেন অভিনেতা সত্যম রায়চৌধুরী।
দেব ও জিতের সঙ্গে দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন রুক্মিণী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আজ দারুন দুইজন মানুষের সঙ্গে। শিগগিরই আসছে ব্যোমকেশ। আর দ্রুতই শুরু হচ্ছে ‘বুমেরাং’র শুটিং।
সদ্যই ‘নটী বিনোদিনী’র শুটিং শেষ করেছেন রুক্মিণী মৈত্র। অন্যদিকে সৃজিতের ছবিতে দেবের সঙ্গে জুটি বাঁধছেন এই অভিনেত্রী।
- বিষয় :
- দেব
- জিৎ
- রুক্মিণী মৈত্র
- বুমেরাং