ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

‘ভাইরাস’ নিয়ে ফিরছেন অনম বিশ্বাস

‘ভাইরাস’ নিয়ে ফিরছেন অনম বিশ্বাস

তারিক আনাম খান

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩ | ১০:৩১ | আপডেট: ৩১ জুলাই ২০২৩ | ১০:৪৩

নতুন সিরিজ ‘ভাইরাস’ নিয়ে ফিরছেন ‘দেবী’, ‘দুই দিনের দুনিয়া’ খ্যাত পরিচালক অনম বিশ্বাস। গতকাল সন্ধ্যায় ‘ভাইরাস’র পোস্টার প্রকাশ করা হয়।

পরিচালক অনম বিশ্বাস বলেন, ‘ডিজিটাল সময়ের ভাত খাওয়া মানুষদের জন্য এমন একটা গল্প বলতে চেয়েছি যেটা তাদের একটু হলেও ভাবায়। শুটিংয়ের সময় এমন গরম আর রোদ ছিল, ভাগ্য ভালো কেউ পালিয়ে যায় নাই। আর পালিয়ে যায় নাই তার মানে হইলো গল্পটা ছেড়ে যায়নি। তারা গল্পের ভেতরে ছিল।’

শ্যামল মাওলা বলেন, ‘ভাইরাসে কাজ করার মূলে হল অনম বিশ্বাস। তার সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। আর সেই সঙ্গে এখানে আমার চরিত্রটাও একদম ভিন্ন। দর্শক দেখলেই বুঝতে পারবে যে গল্পটা একটু অন্যরকম। যারা ভিন্নতা পছন্দ করেন তাদের ভালো লাগবে আশা করছি।’


তারিক আনাম খান বলেন, ‘ভাইরাস এই সময়ের গল্পের অন্যরকম এক উপস্থাপন। এরকম এনার্জিটিক পরিচালক ও টিমের সাথে কাজ করে বেশ ভালো লেগেছে। দর্শকের জন্য কনটেন্টটা উপভোগ্য হবে।’

তারিক আনাম খান, শ্যামল মাওলা ছাড়াও এ সিরিজে অভিনয় করেছেন শরীফ সিরাজ, রাশেদ মামুন অপু, গোলাম ফরিদা ছন্দা, ক্রিস্টানো তন্ময়, মারশিয়া শাওন, টুপুরসহ আরও অনেকে।

শিগগিরই ওটিটি প্লাটফর্ম  চরকিতে মুক্তি পাবে সিরিজটি।

আরও পড়ুন

×