টিভি নাটকে আমাকে অভিনয়ের জন্য ডাকে না: ইন্তেখাব দিনার

ইন্তেখাব দিনার
বুলবুল ফাহিম
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩ | ০৯:৫৯ | আপডেট: ০৭ আগস্ট ২০২৩ | ১০:১৮
অভিনেতা ইন্তেখাব দিনার। সাম্প্রতিক সময়ে দেশের যে কয়েকজন অভিনেতা ওটিটি প্ল্যাটফর্মে দাপটের সঙ্গে কাজ করছেন তাদের মধ্যে তিনি অন্যতম। যেকোন চরিত্র তিনি ফুটিয়ে তোলেন অত্যন্ত সবালীলভাবে। সম্প্রতি নিজের কাজসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন সমকালের সঙ্গে।
আপনার অভিনীত ‘সাড়ে ষোল’ সিরিজটি মুক্তি পাচ্ছে। এতে আপনার চরিত্র কেমন?
‘সাড়ে ষোল’ আগামী ১৭ আগস্ট হইচইয়ে মুক্তি পাচ্ছে। এখানে আমাকে দেখা যাবে কর্পোরেট ম্যানেজার হিসেবে। দারুণ একটা চ্যালেঞ্জিং চরিত্র। আমার বিশ্বাস দর্শকদেও চরিত্রটি পছন্দের হবে।
সব সময় চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেন। এটার জন্য কি আলাদা প্রস্তুতি থাকে?
আমি সাধারণত পরিচালকের ওপর বেশি নির্ভর করি। তিনি আমাকে যেভাবে পথ দেখা সেই পথে চলার চেষ্টা করি। সেই সঙ্গে আমার নিজের কিছু ভাবনা থাকে। দুটো একসঙ্গে মিসে এক জায়গায় গিয়ে পৌছায়।
একটি কাজে যুক্ত হওয়ার পূর্বে গল্প নাকি আপনার চরিত্রের ওপর বেশি জোর দেন?
দুটোই। প্রথমত, পুরো গল্পটা আমাকে আকর্ষণ করতে হবে। দ্বিতীয়ত, চরিত্রটার জন্য আমাকে কতটা চ্যালেঞ্জ নিতে হবে সে দিকেও দেখি।
ওটিটি ও সিনেমার জোয়ার বইছে। দুটো কি একসঙ্গে কাজ করে যেতে চান?
আমি যেকোনো জায়গায় সমান তালে কাজ করে যেতে চাই। যদি আমার গল্প ভাল লাগে- যেখান থেকে আমাকে ডাকবে, সেখানেই কাজ করব।
টিভি নাটক দিয়েই দর্শক আপনাকে চেনেন। সেই টিভি নাটক কি ছেড়ে দিলেন?
ছেড়ে দেইনি তো! টিভি নাটক থেকে আমাকে ডাকে না। ডাকলে তো অবশ্যই কাজ করব।
অনেকই বলেন টিভি নাটকের মান কমেছে। আপনি কীভাবে মূল্যায়ন করবেন?
টিভি নাটকের মান কমে যাওয়ার মূল কারণ হল বাজেট। সে কারণে হয়েতো মানুষ বিমুখ হয়ে যাচ্ছিল। ফলে দর্শক ইউটিউবে গিয়ে নাটকগুলো দেখত। ওটিটিতে ভাল বাজেট থাকার কারণে পরিচালক তার ঢংয়ে গল্প বলতে পারছে। শিল্পী নির্বাচনের ক্ষেত্রে যাকে প্রয়োজন তাকে নিতে পারছেন। চরিত্রে যাকে ডিমান্ড করছে তিনি তাকে নিতে পারছেন। তখন কাজটা ভাল হবেই।
টিভি নাটকগুলো এখন ভিউয়ের দিকে বেশি জোর দিচ্ছে। এজন্য কি আপনাদের মত স্ট্রং শিল্পীরা ডাক কম পাচ্ছেন?
এক সময় নাটকে আমাকে নেওয়া হতো না। কারণ হিসেবে দেখানো হত আমার ভিউ কম। এখন ওটিটিতে যে কাজগুলো প্রশংসা পাচ্ছে তারা তো আমাকেই দেখছে। এবং তারা টাকা দিয়ে দেখছে। সুতরাং এটা ভুল চিন্তা।
সিনিয়রদের নিয়ে কাজ হচ্ছে না। বিষয়টি আপনা কীভাবে দেখেন?
ভিউয়ের দোহাই দিয়ে লাভ নেই। সিনিয়রদের কাজ না হওয়াটা আমাদের ইন্ডাট্রির জন্য দুর্ভাগ্য। ওনাদের (আবুল হায়াত) মত গুণী অভিনেতারা যদি হারিয়ে যান সেটা আমাদের জন্য লজ্জার বিষয়। এখনকার টিভি নাটক দুটি চরিত্রের ওপর ভিত্তি করে হয়। শুধু নায়ক-নায়িকা। তাদের বাবা-মা, ভাই-বোন নেই। কারণ তাদের কোনো বাজেট নেই।
- বিষয় :
- ইন্তেখাব দিনার