ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

কেন অভিনয়ে কম দেখা যায়, জানালেন মম

কেন অভিনয়ে কম দেখা যায়, জানালেন মম

জাকিয়া বারী মম

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩ | ১৪:২১ | আপডেট: ০৮ আগস্ট ২০২৩ | ১৪:৪৩

নাটকে নয়, ওটিটির কাজেই এখন বেশি ব্যস্ত অভিনেত্রী জাকিয়া বারি মম। ওটিটিতে আগামী দুই সপ্তাহে দুটি নতুন কাজ নিয়ে তিনি হাজির হচ্ছেন তিনি। এরমধ্যে ওয়েব সিরিজ  ‘অগোচোরা’ ১০ আগস্ট বিঞ্জে মুক্তি পাচ্ছে।  ১৭ আগস্ট হইচইতে মুক্তি পাবে মম অভিনীত ‘সাড়ে ষোল’। এতে মম অভিনয় করেছেন একজন সাংবাদিকের ভূমিকায়।

এদিকে নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন মম। উৎসব কেন্দ্রিক কয়েকটি নাটকে দেখা গেলেও সারা বছরই নাটকে অনুপস্থিত দেখা যায় তাকে। অভিনয়ে কেনো তার এই কম উপস্থিতি? এমন প্রশ্ন করা হয় তাকে। 

মম বলেন, ‘এখন আর গড়পড়তা কাজ করা হয় না। এ জন্যই দর্শক আমাকে আগের মতো অনেক বেশি টিভি পর্দায় পান না। একটু ভালো গল্প ও নির্মাণ হলে তবেই কাজ করি। ফলে ওটিটির ক্ষেত্রেও আমি একই রকম বাছ-বিচার করেই কাজ করি। সত্যিকার অর্থে এই কাজটির প্রস্তাব যখন পাই তখন একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। কাজটি করতে ইচ্ছে করছিল, কারণ এটি নাজিমউদ্দিনের সাহিত্য থেকে বানানো হয়েছে। পাঠক হিসেবে আমি নাজিমউদ্দিনের থ্রিলারের ভক্ত।’ ‘অগোচোরা’ সিরিজটির গল্প এবং তার চরিত্রটি ভীষণ পছন্দ হয়েছে বলেই এতে যুক্ত হয়েছেন মম। তার কথায়,  ‘এই সিরিজে আমার চরিত্রটি ভীষণ পছন্দ হয়। তাছাড়া সহশিল্পী হিসেবে ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, শরাফ আহমেদ জীবনকে পাওয়া।  ‘অগোচরা’ সিরিজটি যেহেতু থ্রিলার ধাঁচের, তাই এটি সম্পর্কে খুব বেশি বলতে চাই না।’

আরও পড়ুন

×