ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এল পুরান ঢাকার অন্ধকার জগৎ নিয়ে ‘অগোচরা’

এল পুরান ঢাকার অন্ধকার জগৎ নিয়ে ‘অগোচরা’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৩ | ০৯:৫০ | আপডেট: ১০ আগস্ট ২০২৩ | ১০:৪১

‘জাগো বাহে’র পর ‘শব্দের খোয়াব’ পরিচালনা করেছেন সিদ্দিক আহমেদ। তিনি এবার নির্মাণ করলেন ক্রাইম থ্রিলার ধাঁচের ওয়েব সিরিজ ‘অগোচরা’। পুরান ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্পে নির্মাণ করা হয়েছে ছয় পর্বের এ সিরিজটি।

‘অগোচরা’য় অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, শরাফ আহমেদ জীবন, মোরশেদ মিশুসহ অনেকে।

মম বলেন, ‘সত্যিকার অর্থে এই কাজটির প্রস্তাব যখন পাই তখন একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। কাজটি করতে ইচ্ছে করছিল, কারণ এটি নাজিমউদ্দিনের সাহিত্য থেকে বানানো হয়েছে। পাঠক হিসেবে আমি নাজিমউদ্দিনের থ্রিলারের ভক্ত। এই সিরিজে আমার চরিত্রটি ভীষণ পছন্দ হয়। ‘অগোচরা’ সিরিজটি যেহেতু থ্রিলার ধাঁচের, তাই এটি সম্পর্কে খুব বেশি বলতে চাই না।’

সিরিজটিতে একজন সাধারণ ছেলে পলিটিকসের শিকার হয়ে কীভাবে আন্ডারওয়ার্ল্ডে জড়িয়ে পড়ে সে বিষয়টি উঠে এসেছে।

পরিচালক সিদ্দিক আহমেদের ভাষ্য, এক মন্ত্রীর কলকাঠিতে এশিয়ান গেমস থেকে ছিটকে পড়ে ইতি টানা শুটারের জীবন মোড় নেয় এক অন্ধ কানাগলির দিকে। মারো নয়তো মরো। আড়ালে থাকার লড়াইয়ে এ বাস্তবতাই তাড়া করে বেড়াতে থাকে। খুব দ্রুতই পাল্টাতে থাকে ঘটনার দৃশ্যপট।

আজ ১০ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে সিরিজটি।

আরও পড়ুন

×