নতুনদের নিয়ে লাভলুর ‘বাহানা’

আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩ | ১৮:০০
নতুন অভিনয়শিল্পীদের নিয়ে নাটক নির্মাণ করতে স্বাচ্ছন্দ্য পান সালাহউদ্দিন লাভলু। এরই ধারাবাহিকতায় ‘বাহানা’ নাটকটির কাজও শুরু করলেন নতুনদের নিয়ে। সম্প্রতি পুবাইলে ২৫০ পর্বের দৃশ্য ধারণ শুরু হয়েছে। এটি রচনা করেছেন কাজী শাহেদুল ইসলাম।
অভিনয়ে আছেন শাহেদ শাহরিয়ার, মাকসুদা মিতি, মারশিয়া শাওন, রকি খান, শতাব্দী জয়ধর প্রমুখ।
সালাহউদ্দিন লাভলু বলেন, ‘তারকা অভিনয়শিল্পীদের শিডিউল পাওয়া অনেক কঠিন। এ কারণে ধারাবাহিকের কাজে নতুন শিল্পীদের প্রাধান্য দিই। গ্রামীণ পটভূমির সিরিও কমেডি নাটকটি নতুনরা বেশ ভালোই করেছে। দর্শকেরও পছন্দ হবে নাটকটি।’
শিগগিরই চ্যানেল আইয়ে প্রচার হবে এটি।
- বিষয় :
- নাটক
- সালাহউদ্দিন লাভলু
- বাহানা