৮ বছর প্রেমের পর বিয়ে, হানিমুনে মালদ্বীপ গেলেন ফারিণ

তাসনিয়া ফারিণ ও তার স্বামী শেখ রেজওয়ান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩ | ০৯:৩৯ | আপডেট: ১৬ আগস্ট ২০২৩ | ১০:১৪
আট বছর প্রেমের পর বিয়ের কথা প্রকাশ্যে আনেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বিয়ের আনুষ্ঠানিকতা সেরে সময় কাটাতে ১৩ আগস্ট হানিমুনে গিয়েছেন তিনি এবং তার স্বামী শেখ রেজওয়ান। তবে কোথায় গেলেন হানিমুনে?
তাসনিয়া ফারিণ গণমাধ্যমেকে জানান, আমাদের হানিমুন হচ্ছে মালদ্বীপে। জায়গাটি সুন্দর। এখানে অনেকগুলো রিসোর্ট। প্রাইভেট একটি রিসোর্টে আছি। আগেও একবার ভাইকে সঙ্গে করে মালদ্বীপে এসেছিলাম। আর এবারকার আসাটা ভিন্ন। অন্যরকম ভালো লাগা ও আনন্দের।
১১ আগস্ট রাতে রাজধানীর একটা পাঁচ তারকা হোটেলে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তাসনিয়া ফারিণের স্বামী শেখ রেজওয়ানের সঙ্গে কলেজ জীবন থেকে পরিচয় ও প্রেমের সম্পর্ক শুরু হয়।
বিযের পর ফারিণ জানান, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবনে অনেক পরিবর্তন আসলেও গতি একই ছিল। যার কারণে আমাদের সম্পর্ক খুবই গোপন ছিল। সত্যি বলতে এটা অনেক সুন্দর ছিল। আমাদের কৈশরের প্রেম অবশেষে প্রাপ্য সমাপ্তি পেল।
নিজেকে ভাগ্যবতী উল্লেখ করে তাসনিয়া বলেন, আমার কাছে এখনও অবিশ্বাস্য লাগছে, আমি একজন স্বামী পেয়েছি। আমার মনে হচ্ছে, আমি সবচেয়ে ভাগ্যবতী মেয়ে। শেখ রেজওয়ান, ধন্যবাদ আমাকে বিয়ে করার জন্য। আমি তোমাকে ভালোবাসি, এবং সারাজীবন তোমাকেই লালন করব।
- বিষয় :
- তাসনিয়া ফারিণ
- শেখ রেজওয়ান
- হানিমুন