ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

হাবিবের সঙ্গে স্বপ্ন পূরণ, খুশি গায়িকার বাবা-মা

হাবিবের সঙ্গে স্বপ্ন পূরণ, খুশি গায়িকার বাবা-মা

হাবিব ওয়াহিদ ও আতিয়া আনিসা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩ | ১০:২০ | আপডেট: ১৬ আগস্ট ২০২৩ | ১১:১০

গত বছর মুক্তি পাওয়া ‘পরাণ’ সিনেমার ‘চলো নিরালায়’ গানের জন্য দারুণ শ্রোতাপ্রিয়তা পান কণ্ঠশিল্পী আতিয়া আনিসা। তার আগেও তার গাওয়া বেশ কিছু গান দর্শক গ্রহণ করে। কিন্তু মনের ভেতরে একটা অপূর্ণতা ছিল । কারণ আতিয়া যখন থেকে গান শেখা, তখন থেকেই ইচ্ছে ছিল হাবিব ওয়াহিদের সঙ্গে গান করার। সেটা তখনও পূরণ হয়নি। 

সেই ইচ্ছে পূরণ হচ্ছে এবার। প্রথমবারের মতো হাবিবের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন । গানের শিরোনাম ‘হোক বাড়াবাড়ি’। মারুশার কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই।

আনিসা বলেন, ‘হাবিব ভাইয়ার সঙ্গে অনেক দিনের পরিচয় কিন্তু গানের সুযোগটা হয়ে উঠছিল না। এরপর তার কাছ থেকে ডাক পেলাম, গানটির রেকর্ডিং করেছিলাম গত বছর। আমি যে ধরনের গান করি অর্থাৎ রোমান্টিক-মেলোডি; এই গানটা একদমই আমার ধারার বাইরের গান। এটা ছাড়া আরও দুটি গান করেছি ভাইয়ার সঙ্গে। সেগুলো শিগগিরই আসবে।’

আতিয়া বলেন, মজার বিষয় হলো, হাবিব ভাইয়ার সঙ্গে গান করাতে আমি যতটা না খুশি তার চেয়েও বেশি খুশি হয়েছেন আমার বাবা-মা। তারা আরও বড় ভক্ত।’

‘হোক বাড়াবাড়ি’গানটি আগামীকাল বৃহস্পতিবার হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে। এছাড়াও একইদিনে মুক্তি পেতে যাচ্ছে আনিসার নতুন আরেকটি গান ‘উড়ালপাখি’। জামাল হোসেনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন মুহিন খান।

সর্বশেষ ‘আন্তঃনগর’ ওয়েব ফিল্মে ‘জাদুর আয়না’ এবং ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’-এ ‘হৃদয়ের আঙ্গিনা’ শিরোনামে আনিসার দুটি গান শ্রোতামহলে বেশ সাড়া পেয়েছে।

আরও পড়ুন

×