ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সুশান্তের পর দ্বিতীয় প্রেমও অতীত, এবার তৃতীয় প্রেমে রিয়া!

সুশান্তের পর দ্বিতীয় প্রেমও অতীত, এবার তৃতীয় প্রেমে রিয়া!

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩ | ০৬:২৮

আবারও প্রেমে পড়েছেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এবার দিল্লি নিবাসী শিল্পপতি নিখিল কামাতের প্রেমের জালে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। এর আগে সাবেক বিশ্বসুন্দরী মানুষী চিল্লারের সঙ্গে এই শিল্পপতির প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। শিগগিরই নিখিল ও মানুষী সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন– এমন খবরও রটেছিল।

সেসব খবর ডালপালা মেলার আগেই সম্পর্কের সুতো ছিঁড়ে ফেলেছেন তারা। তৃতীয় একজনের অনুপ্রবেশ এই সম্পর্কে ছেদ ঘটেছে বলে অনেকের ধারণা। সেই তৃতীয় জন হলেন রিয়া চক্রবর্তী। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সম্প্রতি বেশ কিছু অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে নিখিল ও রিয়াকে। তাদের ঘনিষ্ঠতা নজর এড়ায়নি কারও, যা থেকে স্পষ্ট, একে অপরের প্রেমে পড়েছেন তারা। তবে এ বিষয়ে এখনও মুখ খোলেননি দু’জনের কেউই।

 অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে রিয়া চক্রবর্তীর প্রেমের খবর সবারই জানা। এই বলিউড অভিনেতার আকস্মিক প্রয়াণে দারুণ আঘাত পেয়েছিলেন রিয়া। একই সঙ্গে সুশান্তের মৃত্যুরহস্যকে ঘিরে আইনি ঝঞ্ঝাটেও পড়তে হয়েছিল তাঁকে, যা এলোমেলো করে দিয়েছিল তাঁর জীবন। সেই বিষাদময় অতীত পেছনে ফেলে আসতে অনেক লড়াই করতে হয়েছে রিয়াকে।

আরও পড়ুন

×