বাংলায় এল ‘এমআর-৯’, দেখা যাবে ২৭ প্রেক্ষাগৃহে

এবিএম সুমন
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩ | ০৯:৩০ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩ | ০৯:৩৪
বাংলাদেশের জনপ্রিয় গোয়েন্দা সিরিজ মাসুদ রানা ‘ধ্বংসপাহাড়’ অবলম্বনে নির্মিত সিনেমা ‘এমআর-৯’ মুক্তি পেয়েছে গেল ২৫ আগস্ট। তবে প্রথম সপ্তাহে কেবল ইংরেজি ভাষায় দেশের মাল্টিপ্লেক্সগুলোতে এটি দেখানো হয়েছে। এবার শুক্রবার (১ সেপ্টেম্বর) বাংলায় আসল ‘এমআর-৯’ বাংলা ভার্সন। এই সপ্তাহে দেশের ২৭টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি।
ঢাকার মধ্যে সাতটি হলে চলবে ছবিটি। এগুলো হলো- স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা শপিং মল ও সনি স্কয়ার), ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, আনন্দ সিনেমা, বিজিবি সিনেমা ও সৈনিক ক্লাব।
‘এমআর-৯’ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত। ছবির অভিনয়েও আছেন হলিউডের কয়েকজন শিল্পী। তাই ২৫ আগস্ট উত্তর আমেরিকায় ১৫১ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। কিন্তু আশানুরূপ সাড়া জাগাতে পারেনি। দ্বিতীয় সপ্তাহে সেখানকার কতগুলো হলে ছবিটি চলবে, এই সংক্রান্ত কোনও তথ্য এখনও প্রকাশ করেনি পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো।
সিনেমাটির প্রযোজক আব্দুল আজিজ সমকালকে জানিয়েছিলেন, ‘এমআর-৯: ডু অর ডাই’ ইংরেজি সংস্করণ মুক্তি পেয়েছে ২৫ আগস্ট। মুক্তির পর থেকে সিনেমাটি ভালো চলছে। তবে ইংরেজি সংস্করণ হওয়ায় বাংলাদেশি দর্শকের কিছুটা অসুবিধা হচ্ছে। তাই একটু বিলম্ভে হলেও আমরা সংস্করণ মুক্তির ব্যবস্থা করেছি। এবার সেই সমস্যা কেটে যাবে এবার।
‘এমআর-৯’ পরিচালনা করেছেন আসিফ আকবর। এটি নির্মিত হয়েছে কাজী আনোয়ার হোসেন রচিত মাসুদ রানা সিরিজের প্রথম বই ‘ধ্বংসপাহাড়’ অবলম্বনে।
ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন। এছাড়া বাংলাদেশ থেকে আছেন শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম, আলিশা, টাইগার রবি; ভারত থেকে আছেন সাক্ষী প্রধান, ওমি বৈদ্য এবং যুক্তরাষ্ট্র থেকে অভিনয় করেছেন নিকো ফস্টার, মাইকেল জেই হোয়াইট, ফ্রাঙ্ক গ্রিলো প্রমুখ।
- বিষয় :
- এমআর-৯ ডু অর ডাই
- এমআর-৯
- মাসুদ রানা