ডিএ তায়েবের নায়িকা বর্ষা, নায়িকা লাগবে না অনন্ত জলিলের

বর্ষা,অনন্ত জলিল ও ডিএ তায়েব
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ০৮:০২ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ০৯:১০
হিন্দি ‘শোলে’র অনুকরণে ১৯৭৭ সালে ‘দোস্ত দুশমন’ নির্মাণ করে করেছিলেন দেওয়ান নজরুল। সিনেমাটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। এবার একই নামে আসছে নতুন সিনেমা। যেখানে ডিএ তায়েব ও অনন্ত জলিলকে অভিনয় করতে দেখা যাবে!
সম্প্রতি শাহরিয়া নাজিম জয়ের উপস্থাপনায় চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান ‘১৩টি প্রশ্ন’-তে এসেছিলেন ডিএ তায়েব। অনুষ্ঠানে অভিনয় ক্যারিয়ার নিয়ে বলতে গিয়ে কথা প্রসঙ্গে ‘দোস্ত দুশমন’ নিয়েও কথা বলেন এই চিত্রতারকা।
‘দোস্ত দুশমন’ এ ডিএ তায়েব ও অনন্ত জলিল ছাড়াও থাকছেন চিত্রনায়িকা বর্ষা। এদিকে অনন্ত’র নায়িকা ছাড়া বর্ষাকে দেখা যায় না। তবে কি এই সিনেমায় ডিএ তায়েব ভিলেন?
জয়ের এমন প্রশ্নের উত্তরে ডিএ তায়েব বলেন, “না, এই সিনেমায় আমি হিরো। অনন্ত ভাই নিজেই বলেছেন, ‘বর্ষার হিরো ডিএ তায়েব, আমার কোনো নায়িকা লাগবে না।’ এটা উনার উদারতা, উনার ভালোবাসা।”
অনুষ্ঠানে নিজের সিনেমা ক্যারিয়ার নিয়ে বলতে গিয়ে ডিএ তায়েব বলেন, আমার একটি সিনেমাও ফ্লপ হয়নি। সবগুলো সিনেমা ই আলোচনায় ছিলো। সোনাবন্ধু থেকে ঈশা খাঁ, সবগুলো সিনেমা ই দর্শকের কাছে প্রশংসা পেয়েছে।
- বিষয় :
- অনন্ত জলিল
- বর্ষা
- ডিএ তায়েব
- দোস্ত দুশমন