খ্যাতি নয়, কাজটাই মন দিয়ে করতে চাই: শ্যামল মাওলা

শ্যামল মাওলা
বুলবুল ফাহিম
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩ | ০৬:৫৩ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ | ০৬:৫৩
একসময় মঞ্চে কাজ করতেন। ২০০৬ সালে টিভি নাটকে অভিষেক হয় শ্যামল মাওলার। ছোট পর্দায় এক যুগের ক্যারিয়ারে নিজেকে খুঁজে ফিরেছেন তিনি। সেখানে কতটা কী পেরেছেন, সে হিসাব টানলে খুব একটা সুখকর স্মৃতি হয়তো নেই শ্যামলের। তবে শ্যামল যে পরিশ্রম করে যাচ্ছিলেন, তা বিনাবাক্যে সবাই একমত হবেন। সেই পরিশ্রম বিফলে যায়নি।
বিশ্লেষকদের মতে, ছোট পর্দায় তাঁকে হাতেগোনা কয়েকটি আলোচিত নাটকে দেখা গেলেও শ্যামল মাওলা ক্যারিয়ারের সেরা সময়টা পার করছেন ওটিটি যুগে এসে। ওটিটিতে মাত্র পাঁচ বছরের ক্যারিয়ারে নিজেকে অপরিহার্য করে তুলেছেন। এখন ওটিটিতেই যেন শ্যামলের জয়জয়কার। দেশের নির্মাতারা ওটিটিতে কনটেন্টের পরিকল্পনা করলেই অনেকটা শ্যামল মাওলার চরিত্র বরাদ্দ!
তাঁর ওটিটি যাত্রা মূলত ২০১৮ সালের এপ্রিলের দিকে। সে সময় নির্মাতা সৈয়দ আহমেদ শাওকির ‘ক্যাশ’ নামে একটি থ্রিলার ড্রামা দিয়ে ওটিটিতে নাম লেখান শ্যামল মাওলা। পরের কথা কমবেশি সবারই জানা। একের পর এক ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হয়ে তাক লাগিয়ে দিয়েছেন।
‘ক্যাশ’ মুক্তির পরপরই তাঁকে নিয়ে ‘মানি হানি’ সিরিজ নির্মাণ করেন তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। সিরিজটি মুক্তির পরপরই আলোচনায় আসেন শ্যামল মাওলা; সিরিজটি তাঁর ওটিটির ক্যারিয়ারে বাঁকবদল করেছে বলে তাঁর মন্তব্য।
শ্যামল বলেন, ‘আমি যে সময় ওটিটিতে কাজ করা শুরু করি, তখনও কিন্তু ওটিটির যাত্রা এতটা সহজ ছিল না। এখন ওটিটির মাধ্যমে যেমন পরিচিত, তখন এমন পরিচিতিও ছিল না। কিন্তু এ মাধ্যমে এসে আমি কিছু ভালো নির্মাতার সঙ্গে কাজের সুযোগ পাই। নিজেকে প্রমাণ করার নতুন অপশন আসে আমার। জানি না, কতটা কী পেরেছি। তবে চেষ্টা করেছি।’
শ্যামল মাওলাকে নিয়ে এ সময়ের অনেক নির্মাতা বলছেন, ওটিটিতে নিজেকে ভেঙেচুরে উপস্থাপন করছেন। তবে টিভিতে এ ধরনের চরিত্রে সুযোগ পাননি খুব একটা। পেলে হয়তো সেখানেও দারুণ কিছু দেখাতে পারতেন তিনি। এই অভিনেতার সর্বশেষ যে কাজের খবর সামনে আসে, সেটিও ওটিটির। সাহিত্যিক কিংকর আহসানের ‘রঙ্গিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে ওয়েব সিরিজ নির্মাণ করছেন অনম বিশ্বাস। নির্মাতা জানিয়েছেন, এখানে পরীমণির বিপরীতে শ্যামল মাওলাকে দেখা যাবে। এই যে ওটিটিতে একের পর এক কাজ উপহার দিচ্ছেন, কোনো সিরিজ নির্বাচনে কোন বিষয়টি বিবেচনায় রাখেন?
প্রশ্নের উত্তরে শ্যামল মাওলা বলছেন, ‘পরিচালক, গল্প ও চরিত্র– তিনটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হয়। এগুলো মাথায় নিয়েই কাজ করছি।’
২০২১ সালে তৌকীর আহমেদের ‘স্ফুলিঙ্গ’ সিনেমায় দেখা গেছে শ্যামল মাওলাকে। সামনে বড় পর্দায় দেখা যাবে কিনা তা নিয়ে জানালেন, সিনেমা নিয়ে মাঝেমধ্যেই কথা হয়। ব্যাটে-বলে মিলে গেল অবশ্যই করবেন। এখন যে অভিনেতা শ্যামল মাওলাকে চেনেন সবাই, তিনি কিন্তু হুট করেই এসে অভিনেতা হয়ে ওঠেননি। তাঁর বাবা ছিলেন থিয়েটারকর্মী। সে সূত্রে থিয়েটারে রক্ত তাঁর শরীরে। নিজেও শিশু থিয়েটার দিয়ে শুরু করেছিলেন। এরপর বড়দের নাটকের দলে সম্পৃক্ততা।
এখন তো শ্যামল মাওলা মানে দেশের ওটিটির কনটেন্টের নতুন ইতিহাস; পরিণত অভিনেতা, নির্মাতাদের ভরসার নাম। তবে তারকাখ্যাতির দিক থেকে শ্যামল মাওলা এখনও বেশ আন্ডাররেটেড, এটা অনেকেই মনে করেন।
এ বিষয়ে তিনি বলেন, ‘অভিনয় ভালো করা-না করা আমার হাতে আছে। কিন্তু অন্য লোকের চিন্তা-ভাবনার ওপর আমার হাত নেই। তা ছাড়া খ্যাতি বাড়ানোর জন্য বাড়তি কোনো কিছু করার মানসিকতা আমার নেই। একেকটা মানুষ তো একেক রকম হয়। আমি নিজেই একজন ডুব দেওয়া মানুষ। খ্যাতি নয়, কাজটাই মন দিয়ে করতে চাই।’
- বিষয় :
- শ্যামল মাওলা
- তানিম নূর
- ওয়েব সিরিজ