এফডিসিতে শুটিং করছিলেন ফারিণ, নাটকীয় কায়দায় চুরি হয়ে যায় ফোন!

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩ | ১৪:৫৩ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ | ১৪:৫৪
এফডিসিতে কাজল আরেফিন অমি পরিচালিত ‘অসময়’ ওয়েব ফিল্মের শুটিং করছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শুটিং সেট থেকে নাটকীয় কায়দায় তার ব্যবহৃত আইফোন ১৪ প্রো মডেলের ফোনটি চুরি হয়ে যায়।
এই ঘটনায় রীতিমতো হতভাগ ফারিণসহ শুটিং ইউনিটের সবাই। বুধবার দুপুর সাড়ে তিনটায় এফডিসির কড়ইতলায় এই ঘটনা ঘটে। এদিকে, ফারিণের ফোন চুরির ঘটনায় শুটিং সংশ্লিষ্টরা এফডিসিতে বহিরাগতদের প্রবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন।
বুধবার দুপুরে শুটিং সেট থেকে জানা যায়, মধ্যাহ্নভোজ ও পোশাক পরিবর্তন করতে যাচ্ছিলেন তাসনিয়া ফারিণ। তখন সংবাদমাধ্যমের সাথে এফডিসির প্রশাসন ভবন ও কড়ইতলায় সংলগ্ন গাছতলায় দাঁড়িয়ে কথা বলছিলেন। ঠিক তখনই তার ফোনটি নিয়ে এফডিসি ছাড়ে চোর।
শুটিং সংশ্লিষ্টরা জানায়, পাশে থাকা এক গোলাপি শার্ট পরিহিত এক ব্যক্তি শুটিং ইউনিটের লোকদের মতো ঘোরাফেরা করছিল। ফারিণও এমনটাই মনে করেছিলো। এ সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়। যেখানে সন্দেহভাজন ব্যক্তিটি শুরু থেকেই ফারিণের আশপাশে দেখা যায়। এমনকি সুযোগ বুঝে ফারিণের মাথায় ওই ব্যক্তিতে ছাতি ধরতেও দেখা যায়!
- বিষয় :
- তাসনিয়া ফারিণ
- অভিনেত্রী
- ফোন চুরি