এ যাত্রা যেনো আরও নান্দনিক হয়, বললেন মামুনুর রশিদ

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩ | ০৭:৪১ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৩ | ০৭:৪২
‘জনপ্রিয় নাট্যবক্তিত্ব মামুনুর রশিদ বলেন,অসংকোচ প্রকাশের দূরন্ত সাহস নিয়ে যেভাবে সমকাল এগিয়ে যাচ্ছে। আমি আশা করব সমকাল এভাবে আগামীতেও এগিয়ে যাবে। ১৯ বছরের এ যাত্রায় সমকালের পথচলা ছিল নান্দনিক। মকালের এই যাত্রার আরও বর্ণিল হোক।’
শনিবার সকালে সমকালের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে এসে তিনি এ কথা বলেন।
সমকাল প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের এবারের স্লোগান ‘বহুমত বর্ণিল পথ’। মামুনুর রশিদ বলেন, ‘স্লোগানের মত সমকালও বহুমত ও বর্ণিল পথে পথে চলবে বলে আমি মনে করি।’
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন, সমকালের প্রকাশনা প্রতিষ্ঠান টাইমস মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ. কে আজাদ, সমকাল সম্পাদক আলমগীর হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সমকালের ব্যবস্থাপনা সম্পাদক শরীফুল ইসলাম, বার্তা সম্পাদক খায়রুল বাশার শামীম, প্রধান প্রতিবেদক লোটন একরাম, উপ-সম্পাদক মাহবুব আজিজ, শাহেদ চৌধুরী, প্লানিং এডিটর ফারুক ওয়াসিফ, বিজনেস এডিটর জাকির হোসেন প্রমুখ।
- বিষয় :
- সমকাল
- ১৯ বছরে সমকাল
- মামুনুর রশিদ