ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

মাধ্যম আমার কাছে কখনও মুখ্য ছিল না: কনা

মাধ্যম আমার কাছে কখনও মুখ্য ছিল না: কনা

দিলশাদ নাহার কনা

রাসেল আজাদ বিদ্যুৎ

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩ | ১০:০১ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৩ | ১০:০৩

অনিন্দ্য কণ্ঠ আর গায়কি দিয়ে অগণিত শ্রোতার হৃদয় জয় করেছেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। সম্প্রতি বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রকাশ হয়েছে তাঁর নতুন গান ‘উড়িয়ে মার উড়িয়ে’। নিজের গান ও অন্যান্য প্রসঙ্গে সমকালের সঙ্গে কথা বলেছেন কনা। 

‘উড়িয়ে মার উড়িয়ে’ গানটি শ্রোতাদের মাঝে কেমন সাড়া ফেলেছে?
ভালো সাড়া পাচ্ছি। দর্শকশ্রোতার কথায়– কথা, সুর, সংগীতায়োজনের মধ্য দিয়ে ক্রিকেট উন্মাদনা ছড়িয়ে দেওয়া হয়েছে বলেই গানটি তাদের ভালো লেগেছে। তাছাড়া আমরা ক্রিকেটপাগল জাতি। তাই ক্রিকেটের প্রতিটি আয়োজনেই দর্শকের উচ্ছ্বাস থাকে চোখে পড়ার মতো। এবারের বিশ্বকাপ নিয়ে তৈরি করা ‘উড়িয়ে মার উড়িয়ে’ গানটি এর ব্যতিক্রম হয়নি। 

দীর্ঘ সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র ঘুরে এলেন। সেখানকার গানের আয়োজনগুলোয় দর্শক প্রতিক্রিয়া কেমন ছিল?
প্রবাসীরা বাংলা শোনার জন্য কতটা প্রতীক্ষায় থাকেন, এবারের সফরে আরও একবার তা বুঝতে পারলাম। অস্ট্রেলিয়া থেকে শুরু করে যুক্তরাষ্ট্রে যতগুলো শোতে অংশ নিয়েছি, সবখানেই দেখেছি দর্শকের ভিড়। প্রতিটি গানের সঙ্গে তারা যেভাবে আনন্দ-উল্লাস করেছেন– তা কখনও ভুলে যাওয়ার নয়। সত্যি এ কারণে ভক্তদের জন্য দেশে দেশে ছুটে চলা, গান শুনিয়ে তাদের ভালোবাসা কুড়ানো। দেশে গানের যত আয়োজনই হোক, বছরের একটি সময় প্রবাসীদের আহ্বানে সাড়া দিতেই হয়। 


শুনলাম যুক্তরাষ্ট্রে গিয়ে সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে দেখা করেছেন। তাঁর সুরে নতুন কোনো গান রেকর্ড করেছেন?
আমি করিনি, ফুয়াদ আল মুক্তাদিরের সুর-সংগীতে ইমরান একটি গান করেছে। আসলে আমরা দু’জন সেখানে সৌজন্য সাক্ষাতের জন্য গিয়েছিলাম। দু’জনেই এর আগে তাঁর সুরে একক গান ও অ্যালবাম করেছি। ফুয়াদ তাঁর সময়ের সেরা সংগীত পরিচালকদের একজন। তাঁর প্রতিটি আয়োজনেই আছে ভিন্নতার ছাপ। সুযোগ হলে যে কোনো সময় তাঁর সঙ্গে কাজ করতে প্রস্তুত। একটি কাজের পরিকল্পনাও করেছি। কবে নাগাদ শুরু করব, তা এখনও চূড়ান্ত হয়নি।

দেশে ফিরে নতুন গানের আয়োজন শুরু করেছেন?
নতুন গান রেকর্ড করিনি, কথা চলছে। সর্বশেষ বিশ্বকাপ ক্রিকেটের গানটিই রেকর্ড করেছি। এর আগে ইমন সাহার সুরে প্লেব্যাক করেছি ‘পায়েল’ ছবিতে। ‘ঝিলমিল ঝিলমিল’ শিরোনামের গানটি কবির বকুলের লেখা। 

সিনেমা, নাটক, অ্যালবাম, জিঙ্গেল থেকে শুরু করে রেডিও, টিভি আয়োজন– সব মাধ্যমেই ভেসে বেড়ায় আপনার কণ্ঠ। এর মধ্যে কোন মাধ্যমে গাইতে বেশি ভালো লাগে?
মাধ্যম আমার কাছে কখনও মুখ্য ছিল না। যে গানটি গাইছি, সেটা নিজের শিল্পীসত্তাকে কতটা খুশি করছে আর শ্রোতার কাছে তা ভালো লাগবে কিনা– এটা নিয়েই সব সময় ভাবি। 

আরও পড়ুন

×