ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আমাদের একজন ফারুকী আছেন

আমাদের একজন ফারুকী আছেন

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২০ | ১৪:২৩ | আপডেট: ০২ মে ২০২০ | ০৫:৫১

দেশের চলচ্চিত্রে মোস্তফা সরওয়ার ফারুকী যেনো এক নতুন ফিলোসফির নাম। ঢাকার চলচ্চিত্রে তিনি যোগ করেছেন নতুন ধারা। ফারুকীর মতে, আকাঙ্খা নতুন কাজের ক্ষুধা তৈরি করে, যে ক্ষুধা মানুষকে নিয়ে যায় তার লক্ষ্যে। তিনি এগিয়ে যাচ্ছেন, সঙ্গে বাংলাদেশি চলচ্চিত্রও। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তার পদচারণা।  নির্মাতা সরওয়ার ফারুকীর আজ জন্মদিন। তবে বিশেষ দিনটি এবার আর বিশেষ নেই। বিশেষভাবে উৎযাপন করছেন না তিনি। কারণ করোনাভাইরাসের সংক্রমণ। 

ফারুকী বলেন, শুধ করোনার বিরুদ্ধে যুদ্ধ নয়; করোনা পরবর্তী আগামী পৃথিবী নিয়েও ভাবতে হচ্ছে।

চলচ্চিত্রে ফারুকীর যাত্রা ‘ব্যাচেলর’ ছবি দিয়ে। ছবির কাহিনীকার জনপ্রিয় সাহিত্যিক আনিসুল হক। তবে শুধু গল্পের গাঁথুনির জন্য নয়, পরিচালকের প্রজ্ঞা আর মুনশিয়ানার ছাপে সামাজিক সম্পর্কগুলোর অসংগতি নিপুণভাবে উঠে আসে সেলুলয়েডের ফিতায়, সিনেমার সংলাপ থেকে শুরু করে গান-চরিত্র সবকিছুই হয়ে ওঠে তরুণ-যুবাদের ক্রেজ। শুধু গানের কল্যাণে নয়, সেই বছর মূল ধারার চলচ্চিত্র দর্শক থেকে শুরু করে বোদ্ধা সমালোচক সবাই চমকে উঠেছিলেন। এই ফারুকী একে একে নির্মাণ করেন মেড ইন বাংলাদেশ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, পিঁপড়াবিদ্যা, ডুব।  মুক্তি প্রতিক্ষিত ‌'শনিবার বিকেল' ও ‌'নো ম্যানস ল্যান্ড'।

ফারুকীর শুরুর গল্প

ঢাকার নাখাল পাড়ায় বেড়ে ওঠা মোস্তফা সরয়ার ফারুকী মিডিয়াতে যাত্রা ১৯৯৯ সালে। আনিসুল হকের সাথে তার জুটিতে আসে অসাধারণ সব কাজ। ‘স্পার্টাকাস৭১’, ‘চড়ুইভাতি’, ‘কানামাছি’ ও এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’র মতো নন্দিত টেলিফিল্মের পাশপাশি ‘একান্নবর্তী’, ‘সিক্সটিনাইন’, ‘৪২০’  এর মতো জনপ্রিয় সিরিয়ালের নির্মাতা ফারুকী। সর্বশেষ আনিসুল হকের ‘আয়েশামঙ্গল’ অবলম্বনে ‘আয়েশা’ নাটকটির মাধ্যমে পুনরায় টেলিভিশন পর্দায় ফিরেছেন তিনি। বরাবরের মতো এটিও পেয়েছে দর্শকপ্রিয়তা।

চলচ্চিত্রে যাত্রা

নাটক দিয়ে দর্শকের সঙ্গে যোগাযোগ শুরু হলেও ফারুকী নিজেকে চলচ্চিত্র নির্মাতা হিসেবে ভাবতেই ভালোবাসেন। ফারুকীর আছে নিজস্ব গল্প বলার ভঙ্গিমা। ‘ব্যাচেলরে’ যেমন সম্পর্কের কথা বলেছেন ফারুকী, তারপরের ছবি ‘মেড ইন বাংলাদেশে’ দেখিয়েছেন পলিটিক্যাল স্যাটায়ারের দুর্দান্ত চিত্র। ২০০৮ সালে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’ সেরা চলচ্চিত্রের পুরস্কারটি যায় এই ছবির ঝুলিতে।

থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ২০০৯ সালে মুক্তি পায়। এই ছবি ‘পুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’, ’রোটেরডেম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’, ’ফ্রাইবুর্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’, ‘আবুধাবি চলচ্চিত্র উৎসবে’ অফিসিয়াল সিলেকশনে ছিল। এছাড়াও ২০১০ সালে ‘টিবুরন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’, ‘জোগজা- নেপটেক এশিয়ান ফিল্ম ফেস্টিভালে’– গোল্ডেন হ্যানোমেন অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয় এটি। ২০১৪ সালে ‘কেস উইক চলচ্চিত্র উৎসবে’  প্রদর্শনীর পাশাপাশি ৮৩ তম অস্কারে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এই ছবি।

থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ দিয়ে অন্য এক যাত্রা হয় ফারুকীর। এরপর ২০১২ সালে ‘টেলিভিশন’, ২০১৩ তে ‘পিঁপড়াবিদ্যা’, ২০১৭ তে ‘ডুব’ প্রতিটি চলচ্চিত্রেই নতুন কিছু তুলে ধরেন তিনি। ২০১৪ সালে ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’ সমাপনী ছবি হিসেবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ‘টেলিভিশনে’র। সেবারই বুসানে ‘এশিয়ান সিনেমা ফান্ড ফর স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট অ্যান্ড পোস্ট- প্রোডাকশন’ এর পুরস্কার জিতে নেয় এটি।

৮৬ তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বও করে এই ছবি। তবে শুধু ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ বা ‘টেলিভিশন’ই নয়, ফারুকীর প্রতিটি ছবিই অসংখ্য চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি বাহবাও কুড়িয়েছে প্রচুর।

তাকে নিয়ে বিতর্কও কম নয় 

দেশে বিদেশে প্রশংসার পাশাপাশি আলোচনা- সমালোচনাও কম হয়নি। বিশেষত ‘ডুব: নো বেড অব রোজেস’ এ প্রখ্যাত সাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনের একটি অংশের সাদৃশ্য থাকায় বিতর্ক হয় প্রচুর। তবে বিতর্ক থাকলেও ফিল্ম বাজার ইন্ডিয়ার ‘দুবাই ফিল্ম মার্কেট অ্যাওয়ার্ড’ পায় ছবিটি। সদ্য প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খান অভিনীত ছবিটি ৯১তম অস্কারেও বাংলাদেশের জানান দেয়। 

আগামীর কাজ

সামনে দেখা যেতে পারে ফারুকীর ‘নো ম্যানস ল্যান্ড’ যা ২০১৪ সালে– এশিয়ান স্ক্রিন অ্যাওয়ার্ডসে’ এমপিএ ফিল্ম ফান্ড এবং গোয়াতে অনুষ্ঠিত ‘ফিল্ম বাজার ইন্ডিয়া’য় ‘মোস্ট প্রমিসিং প্রজেক্ট’  হিসেবে জয় করে নিয়েছে তহবিল। একই সালে ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’ এটি ছিল এশিয়ান প্রজেক্ট মার্কেটের অফিসিয়াল প্রজেক্ট।

২০১৬ সালে ঢাকার হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার ছায়া অবলম্বনে নির্মিত ‘শনিবার বিকেল’ নামক হার্ড হিটিং পলিটিক্যাল ড্রামা আছে মুক্তির অপেক্ষায়। ফারুকীর অন্যান্য চলচ্চিত্রের মতো এটিও রয়েছে আলোচনা- সমালোচনার কেন্দ্রবিন্দুতে। দেশের ভাবমূর্তির জন্য এই ছবি ক্ষতিকর জানিয়ে সেন্সর বোর্ড আপাতত চলচ্চিত্রটির ছাড়পত্র স্থগিত করেছে। তারপরও ফারুকী থেমে নেই। ‘শনিবার বিকেল’ চলচ্চিত্রটি ৪১তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়। নতুন এ ছবিতে কাজ করছেন ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানি। এছাড়াও থাকছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, ইরেশ যাকের, মামুনুর রশীদ ও কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়।

লেখালেখিও করেন এ নির্মাতা। ‘রাফকাট’ নামে একটি বইও রয়েছে তার। 

আরও পড়ুন

×