এক কমান্ডো এবং অগণিত রহস্য

ছবি: সংগৃহীত
সাইফান সানাফ
প্রকাশ: ১৪ মার্চ ২০২৪ | ১৪:৪৭ | আপডেট: ১৪ মার্চ ২০২৪ | ১৬:৩৫
বলিউডের চকলেট বয় সিদ্ধার্থ মালহোত্রা। একের পর এক হিট ছবি উপহার দিয়ে ভক্তদের হৃদয়ে রাজত্ব করছেন সিদ্ধার্থ। চকলেট হিরোর ইমেজ দূরে সরিয়ে ‘শেরশাহ’ ছবিতে সিদ্ধার্থ প্রমাণ করেছেন, শুধু পেশিবহুল শরীর নয়, অভিনয়েও জোর রয়েছে তাঁর। ‘শেরশাহ’ সিনেমার সাফল্যের পর এখন সিদ্ধার্থ তাঁর নতুন ছবি ‘যোদ্ধা’ নিয়ে প্রস্তুত। সিনেমার প্রথম ঝলকেই বাজিমাত করলেন বলিউডের হাঙ্ক সিদ্ধার্থ।
‘যোদ্ধা’ ছবির টিজারে বুঝিয়ে দিলেন, বলিউডে তিনিই নতুন অ্যাকশন হিরো। সিনেমাটি যে অ্যাকশনে ভরপুর হতে চলেছে, তার প্রমাণ পাওয়া গেল টিজারেই। প্লেন হাইজ্যাক নিয়ে তৈরি হয়েছে ‘যোদ্ধা’ ছবির গল্প। হাইজ্যাকার থেকে বিমানযাত্রীদের বাঁচাতে যে ত্রাতা একমাত্র ‘যোদ্ধা’ সিদ্ধার্থই, তার আভাস মিলেছে প্রথম ঝলকে।
সম্প্রতি নিজের নতুন সিনেমার ট্রেইলার প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সিদ্ধার্থ তাঁর দর্শকদের সিটবেল্ট বেঁধে নিতে বলেছেন। কারণ, তাঁর নতুন ছবি ‘যোদ্ধা’ মুক্তি পাচ্ছে আগামীকাল।
সিদ্ধার্থের ভাষায়, ‘অ্যাকশনের ঝড়ে কেউ যেন আবার উড়ে না যায়, তাই বেল্ট বেঁধে সাবধানে বসতে হবে। এক কমান্ডো এবং অগণিত রহস্যের গল্প নিয়ে আসছে যোদ্ধা। দেখা হবে সিনেমা হলে। টিজার ও ট্রেইলারে সিদ্ধার্থকে ফুল অন অ্যাকশন মোডে দেখে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা দারুণ উচ্ছ্বসিত।
অনেকের ধারণা, ‘যোদ্ধা’ সিদ্ধার্থের ক্যারিয়ারে সাফল্যের নতুন ডানা যোগ করতে পারে। এর আগে ‘যোদ্ধা’ মুক্তির তারিখ এসেছে কয়েক দফা। বেশ কয়েকবার সিনেমাটির তারিখ পরিবর্তন করায় অনেকে সিনেমাটি নিয়ে কটাক্ষও করেছেন। তাদের মন্তব্য, সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের আগে থেকে শোনা যাচ্ছে ‘যোদ্ধা’ আসছে। বিয়ে-হানিমুন পেরিয়ে আরও কত মাস গেল, অথচ সিনেমা আসেনি।
‘যোদ্ধা’ প্রসঙ্গে সিদ্ধার্থ মালহোত্রা বলেন, ‘একজন অভিনয়শিল্পী হিসেবে আমি এমন চিত্রনাট্যে কাজ করতে চাই, যেখানে আমার শিল্পসত্তার সেরাটুকু বেরিয়ে আসবে। এটি আমার অপ্রকাশিত একটি অংশ, যার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। জনগণের কাছ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি তা ম্যাজিকাল। যোদ্ধা দর্শকদের জন্য কী রেখেছে, তার জন্য আমি অধীর অপেক্ষায়।’
করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে হাতেখড়ি সিদ্ধার্থের। প্রথম থেকেই করণের নয়নমণি তিনি। এ ছবিও তৈরি হয়েছে করণ জোহরের প্রযোজনা সংস্থার ব্যানারে।
‘যোদ্ধা’র টিজার শেয়ার করে করণ লিখলেন, ‘আকাশ ছুঁয়ে যোদ্ধা এবার ভূমিতে আছড়ে পড়বে। রয়েছে নানা চমক। ১৫ মার্চ মুক্তি পাবে এ ছবি।’
জানা গেছে, করণ জোহরের ধর্ম প্রোডাকশনের সঙ্গে প্রাইম ভিডিওর যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে সিদ্ধার্থের নায়িকা হয়েছেন দিশা পাটানি। পরিচালনা করেছে সাগর ও পুস্কর ওঝা।
- বিষয় :
- বলিউড
- সিদ্ধার্থ মালহোত্রা