ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মানুষটির মধ্যে আর প্রাণ নেই– মেনে নিতেই কষ্ট হচ্ছিল: নিপা

মানুষটির মধ্যে আর প্রাণ নেই– মেনে নিতেই কষ্ট হচ্ছিল: নিপা

সাদি মহম্মদ ও শামিম আরা নীপা। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৪ | ১৪:৫৫ | আপডেট: ১৪ মার্চ ২০২৪ | ১৪:৫৬

বুধবার হুট করেই খবর আসে মারা গেছেন দেশের প্রখ্যাত রবীন্দ্র সংগীতশিল্পী সাদী মহম্মদ। স্বাভাবিক মৃত্যু নয়, সেচ্ছ্বা মৃত্যুগ্রহণ করেছেন তিনি। তার এমন  মৃত্যুতে স্তব্ধ হয়ে যায় সংগীতাঙ্গন।

মৃত্যুর খবর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে জনপ্রিয় নৃত্যশিল্পী শামীম আরা নিপা  বলেন, সাদি মহম্মদের মৃত্যুর খবর পাই সন্ধ্যার পর। বিশ্বাস হচ্ছিল না। দীর্ঘদিনের পরিচিত সে। সেই মানুষটির মধ্যে আর প্রাণ নেই– এটা মেনে নিতেই কষ্ট হচ্ছিল। তাই ছুটে যাই তার বাসায়। গত বছর মাকে হারানোর পর থেকেই জীবন তার কাছে স্বাভাবিক ছিল না। মায়ের চলে যাওয়ায় তার জীবনও এলোমেলো হয়ে যায়। সেই এলোমেলো জীবন থেকে আর বের হতে পারেনি। কাটাতে পারেনি ট্রমা। অবশেষে চলেই গেলেন।

নিপা আরও বলেন, রবীন্দ্রসংগীতের কত বড় মাপের সংগীতশিল্পী তিনি ছিলেন, তা আর নতুন করে বলার কিছু নেই। বাংলাদেশের কালজয়ী এই গায়কের মৃত্যু আমাদের সংগীতাঙ্গনের অপূরণীয় ক্ষতি। তার আত্মার মাগফেরাত কামনা করছি।
 

আরও পড়ুন

×