এক দশকের প্রেমিককে বিয়ে করলেন তাপসী পান্নু

তাপসী পান্নু
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৪ | ১৭:০৯ | আপডেট: ২৫ মার্চ ২০২৪ | ১৭:১৫
চলতি বছরের শুরু থেকেই বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর বিয়ে নিয়ে আলোচনা চলছে। এই মার্চেই মালাবদল করে নেবেন ‘থাপ্পড়’ তারকা। বিয়ের খবরে বেশ বিরক্তই হয়েছিলেন তিনি। ফলে কিঞ্চিৎ অনিশ্চয়তা তো ছিল বটে। কিন্তু সেই জল্পনা আর জলে ভেসে যায়নি। সত্যি হয়ে ধরা দিয়েছে। বিয়েটা করেই ফেললেন তাপসী।
গত ২৩ মার্চ রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে হয়েছে তার বিয়ের অনুষ্ঠান। বর দীর্ঘ দিনের প্রেমিক ম্যাথিয়াস বোয়ে। তিনি একজন ব্যাডমিন্টন খেলোয়াড়। দীর্ঘ ১০ বছর ধরে তারা সম্পর্কে জড়িয়ে আছেন। এবার সেটা পূর্ণতা পেলো।
শিখ ও খ্রিষ্টান দুই ধর্মের রীতি অনুসারেই বিয়ে করেছেন তাপসী। ২০ মার্চ থেকে শুরু হয়েছিল তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। সবশেষে ২৩ মার্চ হয়েছে বিয়ে।
ইন্ডিয়া টুডে’র রিপোর্ট থেকে জানা গেছে, পরিবারের সদস্যদের নিয়েই আনুষ্ঠানিকতা সেরেছেন। বলিউড তারকাদের মধ্যে কেবল নির্মাতা অনুরাগ কাশ্যপ ও প্রযোজক-চিত্রনাট্যকার কনিকা ঢিলন উপস্থিত ছিলেন আয়োজনে।
বলা দরকার, ২০১৩ সালে ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগে ম্যাথিয়াস বোয়ের সঙ্গে তাপসীর পরিচয় ঘটে। এরপর তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। লুকোছাপা না করেই তিনি প্রেম-পর্ব চালিয়ে আসছিলেন।
- বিষয় :
- তাপসী পান্নু
- অভিনেত্রী
- বলিউড