সালমান খানের পর এবার আরবাজের সুনজরে শেহনাজ

শেহনাজ গিল। ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৪ | ১৬:০৩ | আপডেট: ৩০ মার্চ ২০২৪ | ১৬:০৬
নায়িকা থেকে এবার গায়িকা বনে গেলেন বলিউড তারকা শেহনাজ গিল। তাও আবার প্লেব্যাক শিল্পী হিসেবে। অভিনেতা আরবাজ খান প্রযোজিত ‘পাটনা শুক্লা’র সিনেমায় প্লেব্যাক শিল্পী হিসেবে অভিষেক হয়েছে তাঁর।
শেহনাজের গাওয়া ‘দিল ক্যয়া ইরাদা তেরি’ গানটির কথা মনোজ কুমার নাথের। সুর করেছেন স্যামুয়েল ও আকাঙ্ক্ষা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গান গাওয়ার খবরটি শেয়ার করার পাশাপাশি আরবাজ খানের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন শেহনাজ। প্লেব্যাকের পাশাপাশি শেহনাজ অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
এও জানিয়েছে, সুপারস্টার সালমান খান ও তাঁর পরিবারের সদস্যদের সহযোগিতায় বলিউডে শক্ত পায়ে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন শেহনাজ গিল। প্রেমিক অভিনেতা সিদ্ধার্থের অকাল মৃত্যুর পর তাঁর জীবনের সবকিছু এলোমেলে হয়ে গিয়েছিল। এরপর সালমান খানের স্নেহের ছায়াতলে থেকে নতুন করে জীবন গুছিয়ে নেওয়ার সুযোগ পান এই ‘বিগ বস’ প্রতিযোগী।
বলিউডে একটি কথা প্রচলিত আছে যে, সালমান খানের সুনজরে থাকলে যে কারও ভাগ্য খুলে যায়। ক্যাটরিনা কাইফ, জ্যাকুলিন ফার্নান্ডেজ, হিমেশ রেশমিয়া, কামাল খান, কবির সিং– এমন অনেকে অভিনয়শিল্পী, নির্মাতা, কণ্ঠশিল্পী, সুরকার ছাড়াও ফিল্ম দুনিয়ার বিভিন্ন অঙ্গনের মানুষেরা সালমানের সহযোগিতা পেয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পেরেছেন। একই ভাবে সালমান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার সূত্র ধরে বলিউডে শক্ত পায়ে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন শেহনাজ। মডেল ও অভিনেত্রীর পাশাপাশি এবার কণ্ঠশিল্পী হিসেবে পরিচয় তুলে ধরার সুযোগ তৈরি করে দিয়েছেন সালমানের বড় ভাই আরবাজ খান।
এর আগে এমসি স্কয়ারের পাশাপাশি একটি মিউজিক অ্যালবাম গনি সায়ানিতে র্যা প গেয়েছিলেন শেহনাজ। এটুকু অভিজ্ঞতার জোরেও হয়ে গেলেন প্লেব্যাক শিল্পী।
- বিষয় :
- সালমান খান
- শেহনাজ গিল
- বলিউড
- নায়িকা
- গায়িকা