কী হবে ঈদে ১৩ ছবি মুক্তি দিয়ে, প্রশ্ন অনন্ত জলিলের

অনন্ত জলিল
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪ | ১২:৫৮ | আপডেট: ১০ এপ্রিল ২০২৪ | ১৩:১৪
ঢাকাই সিনেমার চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল। গত দুই ঈদে এসেছিল তার দুই সিনেমা। এবার ঈদে সিনেমা মুক্তি না পাওয়ায় স্ত্রী আফিয়া নুসরাত বর্ষাসহ পুরো পরিবার নিয়ে তিনি ছুটি কাটাতে গেছেন তুর্কিতে। সেখান থেকে এক ভিডিও বার্তায় তিনি বললেন, ‘আমাদের দেশের ইন্ডাস্ট্রিতে কখনো কেউ ভালো চিন্তা করার মন-মানসিকতা রাখে না।’ হঠাৎ করেই অনন্ত জলিলের এমন মন্তব্য নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে।
বিষয়টা একটি খোলাসা করা যাক; ভৌতিক ঘটনার অবলম্বনে নির্মিত ‘ডেডবডি’ সিনেমা এবার ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল। রোববার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানের পর নির্মাতাকে ছবি মুক্তির তারিখ পেছাতে বলেছিলেন অনন্ত। সে অনুযায়ী ঈদের দুই দিন আগে নির্মাতা মোহাম্মদ ইকবাল জানান, ছবিটি ঈদে মুক্তি পাচ্ছে না। এই ঘোষণার পর অনেকেই নানান রকম কথা বলতে থাকে। এরপরই নির্মাতাকে উদ্দেশ্য করে ভিডিও বার্তা পাঠান অনন্ত জলিল।
তিনি বলেন, ‘আসলে আমাদের দেশের ইন্ডাস্ট্রিতে কখনো কেউ ভালো চিন্তা করার মন-মানসিকতা রাখে না। এটা সত্যি কথা। একজন আরেকজনের পেছনে কথা বলে, রেষারেষি করে। এগুলো করে আমাদের ইন্ডাস্ট্রির খুব ভালো হয়েছে তার কিন্তু কোন নজির নেই। রেষারেষি করে ইন্ডাস্ট্রির ক্ষতি হয়েছে তার প্রমাণ লক্ষ লক্ষ আছে। এই ঈদে মুক্তির জন্য ১৩টা ছবি রেডি হয়ে আছে। আমাদের দেশে সিনেমা হল ৮০ থেকে ১০০টি। এই ১৩টি ছবি মুক্তি নিয়ে কী হবে? কোনটাই তো ঠিকঠাক দর্শক টানতে পারবে না।’
অনন্ত জলিল বলেন, ‘ডেটবডি’ ও ‘মোনা-জীন২’ ভৌতিক ছবি। একই সঙ্গে দুটি ভৌতিক ছবি মুক্তি দেওয়ার দরকার কি? ১৩টি ছবির মধ্যে কয়েকটি ছবি ঈদে পরে মুক্তি দিলে সবার জন্য ভালো হত। সবচেয়ে বড় কথা হল ঈদের আমেজ কিন্তু দুই সপ্তাহে শেষ হয়ে যায় না। ঈদের দুই মাস পর্যন্ত মানুষ ছবি দেখে। আমার মনে হয় কিছু ছবি পরে মুক্তি দিলে দেশের ইন্ডাস্ট্রিসহ সবার জন্যই ভালো হত।’
বর্তমানে অনন্ত জলিলের হাতে রয়েছে ‘নেত্রী দ্যা লিডার’ সিনেমা। সদ্য শুরু করেছেন ২১ কোটি বাজেটের মুক্তিযুদ্ধ বিষয়ক সিনেমা ‘অপারেশন জ্যাকপট’র শুটিং। এছাড়া প্রয়াত লেখক কাজী আনোয়ার হোসেনের ‘অপারেশন চিতা’ উপন্যাস থেকে নির্মিত ‘চিতা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অনন্ত জলিল।
- বিষয় :
- অনন্ত জলিল