কেউ চাইলেন দোয়া, কেউ করলেন মঙ্গল কামনা

ছবি: সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪ | ১৬:০৮ | আপডেট: ১১ এপ্রিল ২০২৪ | ১৬:০৯
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পরে ঈদের আনন্দে মেতে উঠবে দেশের সব শ্রেণি-পেশার মানুষ। কারও প্রিয়জনদের সঙ্গে, কারও ঈদ কাটবে কর্মব্যস্ততার মধ্য দিয়ে। বিশেষ এ দিনটিকে ঘিরে সবারই আলাদা পরিকল্পনা থাকে। ব্যতিক্রম নন শোবিজ তারকারাও। ঈদের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটে উঠলো তাদের ঈদের আমেজ। সেই সঙ্গে ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে দিলেন সবাইকে।
ঈদের দিন শাকিব খান তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। ঈদের শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে শাকিব লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। সবসময় চেষ্টা করে যাই আপনারা যেন পরিবার, পরিজন, প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবাইকে একসঙ্গে নিয়ে ঈদের সিনেমা উপভোগ করতে পারেন। পাশাপাশি চেষ্টা থাকে, আমি যেন আমার কাজের মধ্য দিয়ে আমার দেশকে ও বাংলা সিনেমাকে বিশ্বের কাছে সম্মানিত করতে পারি। আপনাদের অসীম ভালোবাসায় বাংলাদেশে এবং বিশ্বব্যাপী (এই ঈদ মৌসুমেই) সগৌরবে চলবে 'রাজকুমার'। আপনাদের ভালোবাসা ও দোয়া সঙ্গে এগিয়ে যাবো বহুদূর। ঈদ মোবারক।’
নিজের নির্বাচনী এলাকায় ঈদের নামজ পরেছেন চিত্রনায়ক ফেরদৌস। ঈদগাহ মাঠে তোলা একটি ছবি পোস্ট করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান তিনি।
ঈদের দিন সকালে ছেলের সঙ্গে কালো পাঞ্জাবিতে একটি পোস্ট করেন চঞ্চল চৌধুরী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক।
সকলের মঙ্গল হোক।’
শুভেচ্ছা জানিয়ে নায়িকা ববি হক লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ‘ঈদ মোবারক’
ঈদের দিনে পরিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন নায়ক সিয়াম। তিনি লিখেছেন, সিয়াম আহমেদের পক্ষ থেকে ঈদ মোবারক।’
ঈদের ছুটি কাটাতে তুর্কিতে অবস্থান করছেন তাসনিয়া ফারিণ। ঈদের দিনের কয়েকটি ছবি পোস্ট করে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
ভিন্ন ধর্মাবলম্বী হলেন ভক্তদের ঈদের শুভেচ্ছা জানাতে ভোলেন না বিদ্যা সিনহা মিম। এবার ঈদে পরিবার নিয়ে ছুটি কাটাতে সিঙ্গাপুর গেছেন তিনি। সেখান থেকে পরিবারের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে মিম লিখেছেন, ‘আমার সকল বন্ধু এবং পরিবারের সবাইকে ঈদ মোবারক!’
ঈদের শুভেচ্ছা জানিয়ে আশনা হাবিব ভাবনা লিখেছেন, ‘আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে পবিত্র ও পবিত্র ঈদ মোবারক। আমি আশা করি আপনি আপনার কাছের এবং প্রিয়দের সাথে এই সুন্দর দিনটি কাটাতে পারবেন। ইনশাআল্লাহ রমজানের মাধ্যমে আমাদের সকল ইবাদত কবুল করেন। দয়া করে আমাদের পরিবার এবং আমাদের উম্মাহকে আপনার দোয়ার মধ্যে রাখুন। আল্লাহ প্যালেস্টাইনে থাকা আমাদের ভাই ও বোনদের জন্যও এটা সহজ করে দিন।’
চাঁদ দেখার পরপরই সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শবনম ফারিয়া লিখেছেন, ‘একটুখানি চাঁদরাতের ঝলক! সবাইকে ঈদ মুবারাক।’
নিজের একটি ছবি পোস্ট করে তৌসিফ মাহবুব লিখেছেন, ‘ঈদ মোবারক। “চাওয়া থেকে পাওয়া” নিয়ে এতো সুন্দর মন্তব্য পেয়ে আমার
সকাল টা আরও সুন্দর হয়ে গেলো। না দেখে থাকলে দেখে নিবেন কিন্তু।’
- বিষয় :
- শাকিব খান
- ফেরদৌস
- তাসনিয়া ফারিণ