প্রাণ ফিরল এফডিসির, ভোট উৎসবের দিনটি যেমন ছিল

ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪ | ১৮:৪০ | আপডেট: ২০ এপ্রিল ২০২৪ | ০৯:৫৪
বৈশাখের তপ্ত দিনে শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে [বিএফসি] বসেছিল তারার মেলা। যেন উৎসবে মেতে উঠেছিলেন চলচ্চিত্র শিল্পীরা। উপলক্ষ- বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। সবার মাঝেই ছিল কৌতূহল- কে হারবে কে জিতবে তা নিয়ে। কেন্দ্রে এসে কুশল বিনিময়, কোলাকুলি, দলে দলে বিভক্ত হয়ে আলাপ-আলোচনা ও নানা রসিকতায় কেটেছে তাদের সময়। দীর্ঘদিন পরে প্রিয় মানুষের দেখা পেয়ে দিনটি যেন নিজেদের করে নিয়েছিলেন সবাই। দুই বছর পর শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনে ফল যেটাই হোক; প্রার্থী, ভোটার আর শুভাকাঙ্ক্ষীদের মিলনমেলা স্মরণীয় হয়ে থাকবে- এমন কথাও শোনা গেছে অনেকের মুখে। সিনিয়র-জুনিয়র শিল্পীদের মিলনমেলায় পরিণত হয় প্রাণের এফডিসি।
আলো ছড়িয়েছেন তিন কন্যা সুচন্দা, ববিতা ও চম্পা। দীর্ঘদিন পর নন্দিত অভিনেত্রী শাবনূরও এসেছিলেন ভোট দিতে। তাঁকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন সহকর্মীরা। আসাদুজ্জামান নূরসহ অনেক সিনিয়র শিল্পী এসেছিলেন ভোট দিতে। অসুস্থতা নিয়েও ভোট দিতে এসেছেন কেউ কেউ।
নির্বাচন উপলক্ষে বাড়তি পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়। এফিডিসির গেটের দুই পাশের চিরচেনা জটলার দৃশ্য গতকাল আবার দেখা যায়। প্রিয় তারকাদের একসঙ্গে দেখার উপলক্ষ তৈরি হয় শুধু চলচ্চিত্র সমিতিগুলোর ভোটের সময়ই। এ কারণে ভোটের দিন কোনো গাড়ি গেটে আসা মাত্রই তৈরি হয় বড় জটলা। এফডিসির গেটের দুই পাশের দর্শনার্থীদের সরাতে মাঝে মাঝে নিরাপত্তাকর্মীদের হিমশিম খেতে হয়েছে। ভোটার, সাংবাদিক ও নির্বাচন-সংশ্লিষ্টদের প্রবেশের জন্য আগ থেকেই দেওয়া হয়েছিল বিশেষ পরিচয়পত্র।
এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৫৭০। সকাল ৯টায় শিল্পী সমিতির কার্যালয়ে শুরু হয় ভোট গ্রহণ। মধ্যাহ্নবিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট। সকালের দিকে উপস্থিতি কম থাকলেও দুপুর গড়ানোর পরই ভোটারদের সংখ্যা বাড়তে থাকে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন খোরশেদ আলম খসরু। তিনি বলেন, ‘ভোট ঘিরে শিল্পীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। এটি শিল্পীদের ভোটের সৌন্দর্য। নির্বাচনে জয়-পরাজয় থাকেই। ভোট শেষে কাল থেকেই সবাই আবার এক কাতারে শামিল হবেন। শান্তিপূর্ণভাবে ভোট শেষ করতে পেরেছি। সবার সহযোগিতায় এটি সম্ভব হয়েছে।’
শিল্পী সমিতির ১০টি পদের জন্য দুই প্যানেলে ২১ জন করে ৪২ জন তারকা-শিল্পী প্রার্থী হয়েছেন। দুই প্যানেলের একটিতে আছেন অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল, অন্যটিতে আছেন নায়ক মাহমুদ কলি ও চিত্রনায়িকা নিপুণ আক্তার। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা চলছে।
- বিষয় :
- শিল্পী সমিতি নির্বাচন