সোহেল রানা বললেন, এসব পরিস্থিতি আমরা কল্পনাও করিনি!

সোহেল রানা। ইনসেটে নিপুণ আক্তার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৪ | ১৪:২৩
চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে যেন আলোচনা থামছেই না। নির্বাচন নিয়ে পরপর দুই আদলতে যেতে হয়েছে একপক্ষকে। সর্বশেষ গত ১৯ এপ্রিল নির্বাচনের ফল বাতিল চেয়ে আদালতে রিট আবেদন করেছেন পরাজিত প্রার্থী নিপুণ। বিষয়টি ভালোভাবে দেখছেন চলচ্চিত্রের জ্যেষ্ঠ শিল্পীরা। নির্বাচন নিয়ে ঘুরেফিরে এমন পরিস্থিতি তৈরি করায় বিরক্ত তারা।
প্রযোজক, পরিচালক ও অভিনেতা হিসেবে চলচ্চিত্র ক্যারিয়ারের পাঁচ দশক পূর্ণ করেছেন মাসুদ পারভেজ সোহেল রানা। এমন ঘটনা ৩৫ বছরে শিল্পী সমিতিতে আগে হয়নি বলেন জানালেন তিনি। বিরক্তি প্রকাশ করে তিনি গণমাধ্যমকে বলেন, ‘শিল্পী সমিতি, নির্বাচন নিয়ে গোটা দেশে আলোচনা এটা কিন্তু গত দুই বছরের নির্বাচন নিয়ে হচ্ছে। এটা দিয়ে ৩০-৩৫ বছরের একটা সংগঠনের বিচার করা, বদনাম করা ঠিক না। পূর্ববর্তী সময়ে শিল্পী সমিতি কখনও কোর্ট-কাচারিতে যায়নি।’
শিল্পী সমিতি ২০২২-২৪ মেয়াদের ওই নির্বাচনে সাধারণ সম্পাদকের পদ নিয়ে জায়েদ খান ও নিপুণ আক্তারের মধ্যকার দ্বন্দ্ব হাই কোর্ট পর্যন্ত গড়ায়। ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে সভাপতি মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক হিসেবে ডিপজল নির্বাচিত হয়েছেন। মাস ঘুরতে না ঘুরতেই আবার আদালতে গিয়ে নব নির্বাচিত কমিটির ফল স্থগিত চেয়ে রিট করেছেন নিপুণ।
সোহেল রানা বলেন, ‘আমাদের সময়ে যে কোনো গণ্ডগোল হয়নি তা কিন্তু না। গণ্ডগোল হয়েছে, সেটা আমরা নিজেরা নিজেরা সমাধান করেছি। সিনিয়র শিল্পীরা বসে সমাধান করেছি। সেসময় রাজ্জাক, আলমগীর, আমি, ফারুক আমরাও কিন্তু নেতৃত্ব দিয়েছি। এসব পরিস্থিতি আমরা কল্পনাও করিনি।’
নিপুণের রিট করার বিষয়ে তিনি বলেন, ‘কী কারণে তিনি ফলাফল স্থগিত চাইছেন, এই বিষয়ে কিন্তু আমরা বোধগম্য নই। গতবারও নির্বাচনের পর সিনিয়রদের সঙ্গে সমাধান না করে তারা কোর্টে গিয়েছে। কোর্টে যাওয়ার পর সেটার সুরাহা এখনও হয়নি। বিষয়টি দ্বিতীয় নির্বাচন দিয়ে ফুরিয়ে গেল। কিন্তু দ্বিতীয়বারের মতো একই শিল্পী কোর্টে গেছে। আর কেউ যাচ্ছে না। ফুলের মালা দিয়ে বরণ করে মেনে নিল, আমরা সেটা প্রশংসা করেছি। এক মাস পর আবার রিট করে সে কী চাচ্ছে? তার কমিটি থেকে যে কজন পাস করেছে তারা কিন্তু সকলের সঙ্গে মিলে কাজ করছে। কেউ বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেনি। সে কেন কোর্টে গেল এটা আমারও প্রশ্ন।’
অভিনেত্রী নিপুণ এখন যুক্তরাষ্ট্রে আছেন। তার সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
গত ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ২৬৫ ভোট পেয়ে সভাপতি পদে জয়ী হন মিশা সওদাগর। তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি পেয়েছেন ১৭০ ভোট। ২২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হন ডিপজল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিপুণ অল্প ভোটে হেরেছেন; তিনি পেয়েছেন ২০৯ ভোট।
- বিষয় :
- সোহেল রানা
- নিপুণ আক্তার