ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বুদ্ধপূর্ণিমার বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা-সিজন ৩’

বুদ্ধপূর্ণিমার বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা-সিজন ৩’

‘হৈ হৈ হল্লা-সিজন ৩’ নাটকের একটি দৃশ্য।

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৪ | ১২:২৩ | আপডেট: ২২ মে ২০২৪ | ১২:৪২

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে দুরন্ত টিভির উৎসবের বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা - সিজন ৩’ দেখা যাবে নতুনরূপে। বুদ্ধপূর্ণিমার দিনটি ভিন্নভাবে উদযাপন করতে সফদার ডাক্তারের বাড়ির শিশুদের মধ্যে চলে আনন্দ আয়োজন। 

শিশু ও তাদের সফদার দাদু গৌতম বুদ্ধের জীবনীর ওপর মঞ্চনাটক করার পরিকল্পনা করে। গৌতম বুদ্ধের চরিত্রে থাকছেন সফদার ডাক্তার। সেই মঞ্চনাটক ঘিরে ঘটতে থাকে নানা মজার কাণ্ডকারখানা।

পার্থ প্রতিম হালদারের পরিচালনায় এতে শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছে কাজী আফরা ইভিলিনা, ইশরাক তূর্য, সমাদৃতা প্রহর, আয়াজ মাহমুদ, কাওসার বিন মামুন ও রাইদা ঋ জুনি। অন্যান্য চরিত্রে রয়েছেন আবুল হায়াত, সাজু খাদেম, প্রাণ রায়, শাহনাজ খুশি, ফরহাদ লিমন প্রমুখ।

আজ দুপুর ১২টা ৩০ ও রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে নাটকটি।

আরও পড়ুন

×